ঢাকা, বুধবার   ২২ জানুয়ারি ২০২৫

নাটোরের বীরকুৎসা এলাকায় ট্রেনে কেটে নারীর মৃত্যু

নাটোর প্রতিনিধি 

প্রকাশিত : ১৮:২২, ৯ অক্টোবর ২০২০

নাটোরের বীরকুৎসা স্টেশনের অদুরে কুচিয়ামারা ব্রীজ এলাকায় ট্রেনে কেটে অজ্ঞাত এক নারীর মৃত্যু হয়েছে। আজ শুক্রবার দুপুর ২টার দিকে এই দুর্ঘটনাটি ঘটেছে।

প্রত্যক্ষদর্শিরা জানায়, শুক্রবার দুপুর দুইটার দিকে অজ্ঞাত ওই মহিলা রেল লাইন ধরে হেঁটে যাচ্ছিলেন। একসময় সে বীরকুৎসা রেলওয়ে স্টেশনের কুচিয়ামারা রেল ব্রীজ পার হচ্ছিলেন। ঠিক সময় ঢাকাগামী আন্তনগর লালমনি এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় ঘটনাস্থলেই সে মারা যায়।

নাটোর রেলওয়ে স্টেশন মাষ্টার অশোক চক্রবর্তী জানান, তিনি ঘটনা শোনার পর সান্তাহার রেলওয়ে জিআরপি থানাকে অবগত করা হয়েছে। 

আরকে//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি