ঢাকা, বুধবার   ০৮ জানুয়ারি ২০২৫

রাজস্ব সংগ্রহে ব্যবসায়ীদের সহযোগিতা রাখতে হবে: এনবিআর চেয়ারম্যান

বেনাপোল (যশোর) প্রতিনিধি:

প্রকাশিত : ২১:০৫, ৯ অক্টোবর ২০২০

জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান আবু হেনা মো. রহমাতুল মুনিম বলেছেন, দেশ উন্নয়নে অর্থ আসে রাজস্ব খাতে, সরকারের উন্নয়ন কর্মকান্ড এগিয়ে নিতে ব্যক্তি স্বার্থ ভূলে সরকারকে রাজস্ব প্রদানে সহায়ক ভুমিকা পালন করতে হবে। রাজস্ব সংগ্রহে ব্যবসায়ীদের সবসময় সহযোগিতা রাখতে হবে। বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়তে হলে দেশকে ভালোবাসতে হবে এবং স্বচ্ছতার সাথে কাজ করতে হবে। 

আজ শুক্রবার বিকেলে বেনাপোল কাস্টম অডিটরিয়ামে কাস্টম, বন্দর, বিজিবি, পুলিশসহ বিভিন্ন স্টেক হোল্ডারদের সাথে এক মতবিনিময় সভায় এ কথা বলেন তিনি। মতবিনিময় সভায় বিশেষ অতিথি ছিলেন, জাতীয় রাজস্ব বোর্ডের  সদস্য (ভ্যাট প্রশাসন) সাইফুল ইসলাম ও সদস্য (ভ্যাট নিরীক্ষা) আব্দুল মান্নান শিকদার। 

বেনাপোল কাস্টম কমিশনার মো: আজিজুর রহমানের সভাপতিত্বে কাস্টম ও বন্দরের বিভিন্ন সমস্যা নিয়ে বক্তব্য রাখেন, ইন্দো-বাংলা চেম্বার অফ কমার্স সাব কমিটির পরিচালক মতিয়ার রহমান, বেনাপোল স্থল বন্দরের উপ পরিচালক (ট্রাফিক) মামুন কবির তরফদার, বিজিবির মেজর নজরুল ইসলাম, পুলিশের এএসপি ইমরান জুয়েল, বেনাপোল সিএন্ডএফ এজেন্টস এসোসিয়েশনের সভাপতি মফিজুর রহমান সজন, সাধারন সম্বপাদক এমদাদুল হক লতা প্রমুখ। 

এর আগে তিনি বেনাপোল কাষ্টম হাউজের নব নির্মিত ৬ তলা ভবনের উদ্বোধন করেন। পরে-কাষ্টম ভবনে স্থাপিত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কর্ণার, মিউজিয়াম ভবন ও পরীক্ষাগার পরিদর্শন করেন। বিকেলে চেকপোস্ট এলাকা পরিদর্শন করেন। এসময় উপস্থিত ছিলেন, এনবিআরের সদস্য শিকদার আব্দুল মান্নান ও সাইফুল ইসলাম খান, বেনাপোল কাষ্টম কমিশনার আজিজুর রহমান, অতিরিক্ত কমিশনার ড. মো: নেয়ামুল ইসলাম, শার্শা উপজেলা নির্বাহী অফিসার পূলক কুমার মন্ডল। সকালে এনবিআরের চেয়ারম্যান বেনাপোল কাস্টম হাউজে পৌছালে তাকে ফুলেল শুভেচ্ছা জানান কাস্টমস কমিশনারসহ বেনাপোল সিএন্ডএফ এজেন্টস এসোসিয়েশনের নেতৃবৃন্দ।

আরকে//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি