ঢাকা, বৃহস্পতিবার   ২৩ জানুয়ারি ২০২৫

নবাবগঞ্জে সড়ক দুর্ঘটনায় দুই মোটর সাইকেল আরোহীর মৃত্যু

দোহার-নবাবগঞ্জ (ঢাকা) প্রতিনিধি.

প্রকাশিত : ২১:২১, ৯ অক্টোবর ২০২০

ঢাকার নবাবগঞ্জে মোটর সাইকেল ও কাভার্ড ভ্যানের মুখোমুখি সংঘর্ষে দুই মোটর সাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। শুক্রবার সন্ধ্যায় ঢাকা-বান্দুরা সড়কের আগলা টিকরপুর এন মল্লিক পাম্পের পার্শবর্তী সড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহতদের আনুমানিক বয়স ২৮ থেকে ৩৫ বছরের মধ্যে জানালেও তাৎক্ষণিকভাবে নিহতদের নাম পরিচয় জানাতে পারেনি পুলিশ। 

প্রত্যক্ষদর্শী নির্ঝর ও সাগর জানায়, শুক্রবার সন্ধ্যা ৬টার দিকে দুই মোটর সাইকেল আরোহী ঢাকা থেকে আসছিলেন। অপরদিকে প্রাণ কোম্পানীর একটি কাভার্ড ভ্যান ঢাকার দিকে যাচ্ছিল। টিকরপুর এন মল্লিক পাম্পের পার্শবর্তী স্থানে এসে দুই যানের মুখোমুখি সংঘর্ষ ঘটে। এতে ঘটনাস্থলে প্রাণ হারায় দুই মোটর সাইকেল আরোহী। পুলিশ দুর্ঘটনাস্থল থেকে কাভার্ড ভ্যান ও মোটর সাইকেল জব্দ করেছেন।

নবাবগঞ্জ থানার অফিসার ইনচার্জ সিরাজুল ইসলাম শেখ জানান, সংবাদ পেয়ে নিহতদের লাশ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন তৈরি করা হয়েছে। নিহতদের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। ঘাতক ভ্যানটি জব্দ করা হয়েছে। তবে চালক ও তার সহকারী পালিয়ে গেছেন। 

আরকে//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি