ঢাকা, বৃহস্পতিবার   ২৩ জানুয়ারি ২০২৫

ফতুল্লায় কিশোর গ্যাংয়ের সংঘর্ষে যুবককে কুপিয়ে হত্যা

নারায়ণগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত : ০৯:০০, ১০ অক্টোবর ২০২০

নারায়ণগঞ্জের ফতুল্লার ইসদাইর এলাকায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে কিশোর গ্যাংয়ের দুগ্রুপের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সময় সাকিল হোসেন নাঈম নামে এক যুবককে কুপিয়ে হত্যা করা হয়েছে। আহত হয়েছে লিমন নামে আরও একজন। 

শুক্রবার (৯ অক্টোবর) রাতে বুড়ির দোকান এলাকায় এ ঘটনা ঘটে। এ সময় পুলিশ হাবিব (২৫) ও রিদয় (২২) নামে দুইজনকে গ্রেফতার করেছে। 

নিহত সাকিল জামালপুর জেলা সদরের বেয়রা পলাশ তলার মৃত খলিল মিয়ার ছেল। ইসদাইর এলাকার হারাদধন বাবুর বাড়িতে ভাড়া থাকতো ও স্থানীয় একটি পোশাক কারখানা কাজ করতো সে।

ফতুল্লা মডেল থানার উপ-পরিদর্শক নূর মোহাম্মদ ঘটনার সত্যতা নিশ্চিত করে সাংবাদিকদের জানান, ‘এ ঘটনায় কিশোর গ্যাংয়ের দুই সদস্যকে গ্রেফতার করা হয়েছে। নিহতের লাশ ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জের ভিক্টোরিয়া জেনারেল হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে।’ 

নিহতের মা নাজমা বেগম জানান, ‘বাড়িতে মোবাইল চার্জে রেখে বাইরে গিয়েছিল নাঈম। পরে স্থানীয়রা খবর দেয় তাকে কুপিয়ে খুন করেছে। প্রশাসেনর কাছে আমার ছেলে হত্যার বিচার চাই।’

এআই//এমবি


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি