ঢাকা, সোমবার   ৩১ মার্চ ২০২৫

Ekushey Television Ltd.

নাটোরে ট্রেনের ধাক্কায় অজ্ঞাত ব্যক্তির মৃত্যু

নাটোর প্রতিনিধি   

প্রকাশিত : ১০:৪৬, ১১ অক্টোবর ২০২০

Ekushey Television Ltd.

নাটোরের নলডাঙ্গায় ট্রেনের ধাক্কায় অজ্ঞাত (৪৫) এক ব্যক্তির মৃত্যু হয়েছে। আজ রোববার সকাল ৬টার দিকে উপজেলার সূর্য বাড়ি এলাকার ২৩৯নং ব্রিজের উত্তর পাশে এ দুর্ঘটনা ঘটে।  

নিহত ওই ব্যক্তির কোনো পরিচয় জানা যায়নি। নলডাঙ্গা রেলওয়ে স্টেশনে কর্মরত বুকিং সহকারী দেবব্রত কুমার সরকার এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, ‘সকাল ১০টা পর্যন্ত নিহত ব্যক্তির পরিচয় জানা যায়নি।’

স্থানীয়রা জানায়, বেশ কিছুদিন ধরে ওই ব্যক্তি এলাকায় ঘোরাফেরা করছিলেন। আজ সকাল ছয়টার দিকে সূর্য বাড়ি এলাকার ২৩৯নং ব্রিজের উত্তর পাশে পঞ্চগড়গামী আন্তঃনগর পঞ্চগড় এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় তার মৃত্যু হয়। নিহত ব্যক্তি মাথায় আঘাতপ্রাপ্ত হন। তার পরনে শুধু লুঙ্গি ছিল। ধারণা করা হচ্ছে নিহত ব্যক্তি একজন মানসিক প্রতিবন্ধী । বিষয়টি সান্তাহার রেলওয়ে জিআরপি থানা পুলিশকে জানানো হয়েছে।
এআই/এসএ/
 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি