ঢাকা, রবিবার   ১২ জানুয়ারি ২০২৫

ট্রেনে কাটা পড়ে তরুণের মর্মান্তিক মৃত্যু

চুয়াডাঙ্গা প্রতিনিধি 

প্রকাশিত : ১২:০৪, ১১ অক্টোবর ২০২০

চুয়াডাঙ্গা শহরের ফার্মপাড়া রেলগেট লেভেলক্রসিংয়ে খুলনা থেকে সৈয়দপুরগামী সীমান্ত এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে সম্রাট (১৯) নামে এক তরুণের মর্মান্তিক মৃত্যু হয়েছে। শনিবার (১০ অক্টোবর) দিবাগত মধ্যরাতে এ দুর্ঘটনা ঘটে। 

নিহত সম্রাট জেলার দামুড়হুদা উপজেলার বড় দুধপাতিলা গ্রামের নাসির উদ্দিনের ছেলে। তিনি সমবায় নিউ মার্কেটের একটি দোকানের কর্মচারী। বেশ কিছুদিন ধরে শহরের ফার্মপাড়াতে বাসা ভাড়া নিয়ে বসবাস করছিলেন। 

পুলিশ জানায়, সম্রাট শনিবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে ফার্মপাড়ার রেলগেট পার হওয়ার সময় সীমান্ত এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় ছিটকে পড়ে। পরে তার শরীরের ওপর দিয়ে ট্রেন চলে যাওয়ায় দ্বিখণ্ডিত হয়ে ঘটনাস্থলেই মারা যান সম্রাট। খবর পেয়ে জিআরপি পুলিশ মৃতদেহ উদ্ধার করে চুয়াডাঙ্গা রেলস্টেশন ফাঁড়িতে নেয়। 

জিআরপি পুলিশের উপ-পরিদর্শক (এসআই) মোহাম্মদ আসাদুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
এআই/এসএ/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি