ঢাকা, বৃহস্পতিবার   ০৩ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

বরিশালে ইউনিয়ন পরিষদ সচিবদের প্রতিনিধি সমাবেশ অনুষ্ঠিত 

বরিশাল প্রতিনিধি 

প্রকাশিত : ১২:১৪, ১১ অক্টোবর ২০২০ | আপডেট: ১৪:২৫, ১১ অক্টোবর ২০২০

Ekushey Television Ltd.

ইউনিয়ন পরিষদ (ইউপি) সচিবদের পদ মর্যাদা দশম গ্রেডে উন্নীতকরণ ও সকল প্রকার সুযোগ-সুবিধার দাবিতে বরিশালে বিভাগীয় প্রতিনিধি সমাবেশ করেছে বাংলাদেশ ইউনিয়ন পরিষদ সচিব সমিতি (বাপসা)।

শনিবার (১০ অক্টোবর) সকালে নগরীর মহিলা ক্লাব মিলনায়তনে এই সমাবেশের আয়োজন করা হয়। 

সংগঠনের জেলা সভাপতি মুহাম্মাদ আরিফুর রহমানের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় কমিটির সভাপতি এইচএম রেজাউল করিম তুহিন। বিশেষ অতিথি ছিলেন সংগঠনের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক মো. দেলোয়ার হোসেন, সিনিয়র সহসভাপতি মো. হাবিবুর রহমান, প্রেসিডিয়াম সদস্য মো. সোহেলুর রহমান এবং সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মো. আশরাফ বাবু, যুগ্ম সাধারণ সম্পাদক মো. আলতাফ হোসেন।

বক্তব্য রাখেন- বরিশাল জেলা কমিটির সাংগঠিন সম্পাদক তোফাজ্জেল হোসেন চৌধুরী, বরগুনা জেলা কমিটির সহসভাপতি বাবুল আকতার প্রমুখ।


এআই/এসএ/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি