ঢাকা, বুধবার   ২২ জানুয়ারি ২০২৫

বগুড়ায় স্ত্রীকে গলা কেটে হত্যা 

বগুড়া প্রতিনিধি

প্রকাশিত : ১৪:১৯, ১১ অক্টোবর ২০২০

বগুড়ার ধুনটে স্ত্রীকে গলা কেটে হত্যার অভিযোগ উঠেছে স্বামীর বিরুদ্ধে। নিহত ওই নারীর নাম শেফালী বেগম (৪৫)। ঘটনার পর থেকে পালতক রয়েছেন স্বামী এশারত আলী। শনিবার (১০ অক্টোবর) দিবাগত রাত ২টার দিকে উপজেলার চৌকিবাড়ি ইউনিয়নের পাঁচথুপি-সরোয়া গ্রামে এ ঘটনা ঘটে।

জানা গেছে, শনিবার রাতে খাবার খেয়ে নিজ ঘরে একই বিছানায় ঘুমিয়ে পড়েন এশারত আলী ও তার স্ত্রী শেফালী বেগম। রাত ২টার দিকে তাদের ঘরে চিৎকার শুনতে পান বাড়ির অন্যান্য লোকজন। ঘুম থেকে জেগে এশারত আলীর ঘর চারদিক থেকে ঘিরে দরজা খুলতে বলেন প্রতিবেশীরা। এ সময় এশারত আলী বলেন, ‘ঘরের ভেতর কেউ ঢোকার চেষ্টা করলে সবাইকে জবাই করা হবে। এক পর্যায়ে এশারত আলী কৌশলে ঘরের দরজা খুলে পালিয়ে যায়।’

নিহতের ছেলে সেলিম হোসেন জানান, ‘সন্ধ্যার দিকে মা ও বাবার মধ্যে পারিবারিক বিষয়াদি নিয়ে বিরোধ হয়েছে। সেই বিরোধের জের ধরে বাবা আমার মাকে গলা কেটে হত্যার পর পালিয়ে গেছেন।’

ধুনট থানার উপ-পরিদর্শক (এসআই) প্রদীপ কুমার বর্মন বলেন, ‘সংবাদ পেয়ে ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ঘাতক এশারত আলীকে গ্রেফতারের চেষ্টা চলছে।’
এআই/এসএ/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি