ঢাকা, রবিবার   ২২ ডিসেম্বর ২০২৪

টাঙ্গাইলে রাতের আঁধারে বাঁধ ভেঙ্গেছে দুষ্কৃতিকারীরা

টাঙ্গাইল প্রতিনিধি

প্রকাশিত : ১৪:৫৯, ১১ অক্টোবর ২০২০

টাঙ্গাইলের বাসাইলে রাতের আঁধারে দুষ্কৃতিকারীরা বাঁধ ভেঙে দেয়ায় শত কৃষকের স্বপ্ন ভেসে গেছে। এর ফলে এলাকার তিনটি বিলের প্রায় ৫শ’ একর জমির রোপা আমনের ক্ষেত ডুবে ব্যাপক ক্ষতির মুখে কৃষকেরা। তবে বাঁধটি কারা ভেঙ্গেছে সেটি জানা না গেলেও স্থানীয় জনপ্রতিনিধি ও কৃষি বিভাগের ভাষ্য, ক্ষতিগ্রস্তদের সহযোগিতা করা হবে।

চলতি মৌসুমে বন্যায় ব্যাপক ক্ষতিগস্ত টাঙ্গাইলের বাসাইলের কৃষকেরা। পানি নেমে যাওয়ার পর ধারদেনা করে ধানের চারা সংগ্রহ করে ফের আবাদ শুরু করেন তারা। বাঁধ দিয়ে ফসল রক্ষার চেষ্টা করেন। রাতের আঁধারে দুষ্কৃতিকারীরা এই বাঁধ ভেঙে দিলে স্বপ্ন ভেঙে যায় কৃষকদের। 

ক্ষতিগ্রস্ত কৃষকরা জানান, দুই তিন লোকে বাঁধটি ভেঙ্গে দেওয়ায় আমাদের ফসলের জমি তলিয়ে গেছে। বাঁধটি রক্ষায় টিন দিয়ে বেড়া দেওয়া হয়েছিল, কিছুলোক সেই বেড়া সরিয়ে দিলে পানি ঢুকে ফসল ও মাছের ঘের ভেসে যোয়।

বাসাইলের ফুলকি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান জাহিদুল ইসলাম বাবুল বলেন, বাঁধ কৃষকরা নিজেরাই নির্মাণ করেছিল, কে বা কাহারা সেই বাঁধটি ভেঙ্গে দেওয়ার কারণে আবার পানি এসে ফসল তলিয়ে যায়। এতে কৃষকরা ব্যাপক ক্ষতির মুখে পতিত হয়েছে।

এদিকে, কৃষি বিভাগের পক্ষ থেকে ক্ষতিগ্রস্ত কৃষকদের সহযোগিতায় পরিকল্পনা নেয়া হয়েছে।

বাসাইল উপজেলা কৃষি কর্মকর্তা নাজনীন আক্তার বলেন, কৃষকদের বিভিন্ন ধরনের পরামর্শ দেওয়া হচ্ছে এবং পরবর্তীতে যদি কোন প্রণোদনা ও পুনর্বাসন কর্মসূচি আসে তাহলে সেটি কৃষকদের মাঝে আমরা পৌঁছে দেব। 

জনপ্রতিনিধিরা বলছেন, কৃষকদের পাশে দাঁড়াবে উপজেলা পরিষদ।

বাসাইল উপজেলা চেয়ারম্যান কাজী অলিদ ইসলাম বলেন, অনেক রোপা আমনের ক্ষতি হয়েছে। আমরা সরেজমিনে পরিদর্শন করেছি এবং সংসদ সদস্য ও পানি উন্নয়ন কর্তৃপক্ষের সঙ্গে আলাপ করে যথারীতি প্রয়োজনীয় ব্যবস্থা আমরা অচিরেই গ্রহণ করবো।

বন্যাসহ নানা প্রাকৃতিক দূর্যোগে ব্যাপক ক্ষতির মুখে পড়া কৃষকদের প্রণোদনার ব্যবস্থা করার দাবি সংশ্লিষ্টদের।
এএইচ/


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি