ঢাকা, বৃহস্পতিবার   ২৩ জানুয়ারি ২০২৫

বশেমুরবিপ্রবি ছাত্রীর আত্মহত্যা

বশেমুরবিপ্রবি সংবাদদাতা  

প্রকাশিত : ১৫:০৭, ১১ অক্টোবর ২০২০

গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (বশেমুরবিপ্রবি) মনীষা হিরা নামের এক শিক্ষার্থী। মৃত মনীষা ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী ছিলেন। 

আজ রোববার সকালে গোপালগঞ্জের সবুজবাগে তাদের ভাড়া বাসার কক্ষে মনীষার ঝুলন্ত মরদেহ দেখতে পান তার বাবা-মা।

আত্মহত্যার বিষয়টি নিশ্চিত করে ম্যানেজমেন্ট বিভাগের সভাপতি শেখ আশিকুর রহমান প্রিন্স বলেন, ‘আত্মহত্যার সংবাদ পাওয়ার পরপরই আমাদের কয়েকজন শিক্ষক-শিক্ষার্থী ঘটনাস্থলে গিয়েছেন।’

তিনি বলেন, ‘কি ঘটেছে কিংবা কেন আত্মহত্যা করেছে এ বিষয়ে নিশ্চিতভাবে বলা যাচ্ছে না। তবে আমাদের এই শিক্ষার্থী আগে থেকেই কিছুটা হতাশাগ্রস্ত ছিল। হতে পারে হতাশা থেকেই সে আত্মহত্যা করেছে।’
এআই/এসএ/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি