ঢাকা, বৃহস্পতিবার   ২৩ জানুয়ারি ২০২৫

মেহেরপুরে ২ জঙ্গি গ্রেফতার

সিরাজগঞ্জ প্রতিনিধি 

প্রকাশিত : ১৬:৪৭, ১১ অক্টোবর ২০২০

মেহেরপুরের গাংনী থেকে নিষিদ্ধ ঘোষিত জঙ্গী সংগঠন আল্লাহর দলের ২ সদস্যকে লিফলেট জিহাদী বইসহ গ্রেফতার করেছে সিরাজগঞ্জ র‌্যাব-১২। শনিবার (১০ অক্টোবর) রাতে ওই থানাধীন বাঁশবাড়িয়া বাজারে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

আটককৃতরা হলেন, মেহেরপুর সদর উপজেলার খোকসা শেখপাড়া গ্রামের মজিরুল ইসলামের ছেলে মহিদুল ইসলাম (৩৪) এবং আব্দুস সালামের ছেলে পাপন মোল্লা (২৭)। 

র‌্যাব-১২ এর অধিনায়ক লে. কর্নেল মুহাম্মদ খায়রুল ইসলাম (পিএসসি) সাংবাদিকদের জানান, ‘বেশ কিছুদিন ধরে কৌশলে আল্লাহ দলের সদস্য মহিদুল ইসলাম ও পাপন মোল্লা সংগঠনের নতুন সদস্য সংগ্রহ, লিফলেট বিতরন ও চাঁদা আদায় করে আসছিল। সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে তাদের অবস্থান জানতে পেরে র‌্যাব-১২ এর সিরাজগঞ্জ সদর কোম্পানী কমান্ডার সহকারী পুলিশ সুপার এরশাদুর রহমানের নেতৃত্বে একটি টিম বাঁশবাড়িয়া বাজারে অভিযান চালায়।’
 
এ সময় ৩টি উগ্রবাদী জিহাদী বই, ১১টি লিফলেটসক তাদের গ্রেফতার করা হয়। এ ঘটনায় সংশ্লিষ্ট থানায় মামলা দায়ের হয়েছে বলেও জানান তিনি। 

এআই//আরকে//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি