ঢাকা, বুধবার   ২২ জানুয়ারি ২০২৫

নওগাঁয় শিশু-কিশোরদের ফুটবল প্রতিযোগিতা শুরু 

নওগাঁ প্রতিনিধি: 

প্রকাশিত : ১৭:২৩, ১১ অক্টোবর ২০২০

মুজিব শতবর্ষ উপলক্ষ্যে ও করোনা কালীন দীর্ঘ সময়ে ঘরবন্দি শিশু-কিশোরদের পুনরায় খেলাধূলায় ফিরিয়ে এনে বিনোদন প্রদানের লক্ষ্যে নওগাঁয় শুরু হয়েছে ফুটবল প্রতিযোগীতা।

শনিবার বিকেলে শহরের নওযোয়ান মাঠে আব্দুল জলিল ফাউন্ডেশনের উদ্যোগে ক্ষুদে ফুটবল প্রতিযোগিতার চুড়ান্ত খেলা অনুষ্ঠিত হয়।

চুড়ান্ত খেলায় শিহাব একাদশ ৩-১ গোলে মাহিন একাদশকে পরাজিত করে চ্যাম্পিয়ান হয়। বিজয়ী-বিজিত দলের মাঝে পুরস্কার তুলে দেন জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি বাবু নির্মল কৃষ্ণ সাহা। এসময় উপস্থিত ছিলেন ফাউন্ডেশনের সভাপতি তাজুল ইসলাম তোতা, সাধারন সম্পাদক আহসানুল হাবীব রাজন,যুগ্ম সাধারন সম্পাদক জনি প্রমুখ। 

প্রতিযোগিতায় ৬টি ক্ষুদে ফুটবল দল অংশগ্রহণ করে। এদিকে সামাজিক সাংস্কৃতিক স্বেচ্ছাসেবী সংগঠন ”প্রচেষ্টা”র উদ্যোগে জেলার মান্দা উপজেলার মৈনম ইউনিয়নে মাসব্যাপী ফুটবল প্রতিযোগিতা শুরু হয়েছে। খেলা উদ্বোধন করেন প্রচেষ্টার চেয়ারম্যান মোঃ আল মামুন। অনুষ্টানে উপস্থিত ছিলেন  ইউ পি চেয়ারম্যান আলহাজ্ব মোঃ ইয়াছিন আলী রাজা । উদ্বোধনী খেলায় ইউনিয়নের ৩ নং ওর্য়াড একাদশ ২-১ গোলে ৯ নং ওর্য়াড একাদশকে পরাজিত করে। এই প্রতিযোগিতায় ইউনিয়নের ৯টি ওর্য়াড একাদশ অংশ গ্রহন করবে বলে আয়োজকরা জানিয়েছেন। 

আরকে//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি