ঢাকা, বুধবার   ২২ জানুয়ারি ২০২৫

নোয়াখালীতে ধর্ষণের শাস্তি মৃত্যুদণ্ডের দাবিতে মানববন্ধন 

নোয়াখালী প্রতিনিধি

প্রকাশিত : ১৮:২৪, ১১ অক্টোবর ২০২০

ধর্ষণের শাস্তি ফাঁসির দাবিতে নোয়াখালীতে বিক্ষোভ সমাবেশ ও মানববন্ধন করা হয়েছে। রোববার বেলা ১২টায় নোয়াখালী প্রেসক্লাবের সামনে কিশোর, তরুণ ও শিক্ষার্থীদের প্রতিবাদী একটি মোর্চা এ কর্মসূচির আয়োজন করে।
 
এসময় সমাবেশে বক্তারা অভিযোগ করেন, ক্ষমতাবানদের আশ্রয়ে প্রশ্রয়ে এবং আইনের ফাঁক দিয়ে ধর্ষণকারীরা পার পেয়ে যাচ্ছে বলে দেশে বিচারহীনতার সংস্কৃতি চলছে। সমাবেশে ধর্ষণের একমাত্র শাস্তি মৃত্যুদন্ডসহ ৭ দফা দাবি উপস্থাপন করা হয়। এর আগে কিশোর তরুণ ও শিক্ষার্থীরা জেলা শহরের বিভিন্ন সড়কে বিক্ষোভ মিছিল করে। 

এছাড়া জেলার বিভিন্ন স্থানে নির্যাতন বিরোধী মিছিল, সমাবেশ ও মানববন্ধন করে বিভিন্ন সামাজিক, সাংস্কৃতি ও পেশাজীবি সংগঠন।
কেআই//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি