ঢাকা, রবিবার   ২৪ নভেম্বর ২০২৪

রাজশাহীতে আত্মঘাতি বিস্ফোরণে নিহত ৫ , উদ্ধার ২ শিশু,আত্মসমর্পণ ১

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৮:৩৭, ১১ মে ২০১৭ | আপডেট: ১৯:০৮, ১১ মে ২০১৭

রাজশাহী গোদাগাড়ীর হাবাসপুর আস্তানায় আইনশৃঙ্খলা বাহিনীর অভিযানে আত্মঘাতি বিস্ফোরণ ঘটিয়ে নিহত হয়েছে ৫ জঙ্গি। ফায়ার সার্ভিসের এক কর্মীকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যাও করেছে তারা। উদ্ধার করা হয়েছে ২ শিশুকে, আত্মসমর্পণ করেছে এক নারী। আরো বিস্ফোরক থাকার আশংকায় বাড়িটি এখনো ঘিরে রেখেছে পুলিশ। বোমা নিস্ক্রিয়কারি দল পৌঁছালে শুরু হবে তল্লাশি।
জঙ্গি আস্তানা সন্দেহে রাজশাহীর গোদাগাড়ী উপজেলার হাবাসপুর-বেনীপুর গ্রামের মাঠের  ভেতরে একটি বাড়ি ঘিরে, অভিযানের জন্য মধ্যরাতে অবস্থান নেয় পুলিশ। বাড়তি সতকর্তা হিসেবে সাথে নেয়া হয় ফায়ার সার্ভিসকেও। বুধবার সকালে পৌনে ৮টায় অভিযান শুরু হলে, জঙ্গিরা বের হয়ে এসে পুলিশের ওপর হামলা এবং অতর্কিত বোমা বিস্ফোরণ ঘটায়।
একই সময়ে ফায়ার সার্ভিসের এক কর্মীকে কাছকাছি পেয়ে তাকে ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে হত্যা করে জঙ্গিরা। আর বিস্ফোরণ নিহত হয় ৫ জঙ্গি, স্পি­ন্টারের আঘাতে আহত হয়েছে ৭ পুলিশ সদস্য।
জঙ্গি আস্তানায় নিহতরা হলো- ঐ বাড়ির মালিক সাজ্জাদ, তার স্ত্রী বেলী, ছেলে আলামিন, মেয়ে কারিমা ও তার ভাই শোয়েব। জঙ্গিরা মারা গেলেও শিশু জুবায়ের ও  অফিয়াকে উদ্ধার কওে পুলিশ। দুপরের দিকে পুলিশের আহ্বানে সাড়া দিয়ে আত্মসমর্পন করে দুই শিশুর মা সুমাইয়া।
এদিকে হঠাৎ জঙ্গি আস্তানার সন্ধান মেলায় নিরাপত্তা নিয়ে সংকায় পড়েছেন বলে জানান এলাকবাসী। মাত্র ২ মাস আগে বাড়িটি তৈরি হয় বলে জানিয়েছেন তারা।
ঘটনাস্থলের আশপাশের এলাকায় ১৪৪ ধারা জারি রয়েছে।


 


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি