ঢাকা, বুধবার   ০৫ মার্চ ২০২৫

Ekushey Television Ltd.

ধর্ষণ জঘন্যতম অপরাধ: বন ও পরিবেশ মন্ত্রী

মৌলভীবাজার প্রতিনিধি 

প্রকাশিত : ১১:৩০, ১২ অক্টোবর ২০২০

বন, পরিবেশ ও জলবায়ু বিষয়ক মন্ত্রী মো. শাহাব উদ্দিন

বন, পরিবেশ ও জলবায়ু বিষয়ক মন্ত্রী মো. শাহাব উদ্দিন

Ekushey Television Ltd.

বন, পরিবেশ ও জলবায়ু বিষয়ক মন্ত্রী মো. শাহাব উদ্দিন বলেছেন, ধর্ষণ জঘন্যতম অপরাধ। এরইমধ্যে ধর্ষকদের সর্বোচ্চ শাস্তির বিধানে প্রস্তাব আনতে প্রধানমন্ত্রী আইনমন্ত্রীকে নির্দেশ দিয়েছেন। 

সোমবার মৌলভীবাজার বড়লেখা উপজেলা পরিষদ হল রুমে এক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। 

ধর্ষকদের সামাজিকভাবে বয়কট করার পরামর্শ দিয়ে বন ও পরিবেশ মন্ত্রী বলেন, এসব কারণে সরকার ও স্থানীয় প্রশাসনকে বেকায়দায় পড়তে হয়। 

বড়লেখা উপজেলা প্রশাসন ও প্রকল্প বাস্তবায়ন কার্যালয়ের আয়োজনে অনুষ্টিত এ সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শামীম আল ইমরান।  

এমবি//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি