ঢাকা, রবিবার   ১২ জানুয়ারি ২০২৫

চুয়াডাঙ্গায় শ্রমিকলীগের প্রতিষ্ঠা বার্ষিকীতে র‌্যালি 

চুয়াডাঙ্গা প্রতিনিধি:

প্রকাশিত : ১৫:২৪, ১২ অক্টোবর ২০২০

নানা আয়োজনে চুয়াডাঙ্গায় জাতীয় শ্রমিকলীগের ৫১তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে। আজ সোমবার সকালে জেলা আওয়ামীলীগের কার্যালয়ে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুস্পমাল্য অর্পণ এবং জাতীয়  ও দলীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে প্রতিষ্ঠাবার্ষিকী পালনের আনুষ্ঠানিকতা শুরু করেন শ্রমিকলীগের নেতৃবৃন্দ।

পরে বেলা ১০টায় প্রতিষ্ঠাবার্ষিকীর শোভাযাত্রা বের করা হয়। জেলা আওয়ামীলীগের কার্যালয় থেকে শোভাযাত্রাটি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক ঘুরে একই স্থানে গিয়ে শেষ হয়। সেখানে প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভা অনুষ্ঠিত হয়। 

চুয়াডাঙ্গা জেলা শ্রমিকলীগের সভাপতি আফজাল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন, জেলা আওয়ামীলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক ও সাবেক মেয়র রিয়াজুল ইসলাম জোয়ার্দ্দার টোটন, সাংগাঠনিক সম্পাদক মুন্সি আলমগীর হান্নান, শ্রমিকলীগের সহ-সভাপতি ইসলাম উদ্দীন ও সাধারণ সম্পাদক রিপন মন্ডল। 

এ সময় উপস্থিত ছিলেন পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলাউদ্দীন হেলা, জাতীয় শ্রমিকলীগ চুয়াডাঙ্গা জেলা শাখার সহ সভাপতি আব্দুল মাজিদ, সাধারণ সম্পাদক রিপন মন্ডল, দপ্তর সম্পাদক আসাদুজ্জামান শিমুল, রেলওয়ে শ্রমিকলীগ চুয়াডাঙ্গা জেলা শাখার সভাপতি আব্দুল গফুর, সাধারণ সম্পাদক আবুল কালাম অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন যুবলীগ নেতা আব্দুল কাদের। 

এ সময় বক্তারা বলেন, বর্তমান সরকার শ্রমিক বান্ধব সরকার। এ সরকারের গত ১১ বছরের শাসনামলে সারা দেশে শ্রমিকদের জীবন মানের ব্যাপক উন্নতি হয়েছে। দীর্ঘদিনের শ্রমিকদের নানা দাবি দাওয়াও পূরণ হয়েছে এ সরকারের মেয়াদেই। 

আলোচনা সভা শেষে ৫১তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে কেক কাটেন শ্রমিকলীগের নেতৃবৃন্দরা। 

আরকে//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি