ঢাকা, শনিবার   ০২ নভেম্বর ২০২৪

সাংবাদিক ইলিয়াস হত্যা মামলায় রিমান্ডে তিন আসামি  

নারায়ণগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত : ১৭:৫৯, ১২ অক্টোবর ২০২০

নারায়ণগঞ্জের বন্দরে সাংবাদিক ইলিয়াস হত্যার ঘটনায় গ্রেপ্তারকৃত তিন আসামিকে তিন দিনের রিমান্ড দিয়েছে আদালত। আজ বিকেলে নারায়ণগঞ্জ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট নুরুন্নাহার ইয়াসমিনের আদালতে গ্রেফতারকৃত তিন আসামির জন্য সাত দিনের রিমান্ড আবেদন করেন। শুনানি শেষে আদালত তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন। 

এর আগে সাংবাদিক ইলিয়াসের স্ত্রী জুলেখা বেগম বাদি হয়ে বন্দর থানায় ৮ জনের নাম উল্লেখ করে হত্যা মামলা দায়ের করেছেন।

নিহত ইলিয়াস কলাগাছিয়া ইউনিয়নের জিওধারা এলাকার মজিবুর রহমানের ছেলে। সে স্থানীয় দৈনিক বিজয়ে সংবাদদাতা হিসেবে কর্মরত ছিলেন।

বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ফখরুদ্দিন ভূইয়া জানান, রাতে আদমপুর এলাকাতে সংবাদকর্মী ইলিয়াস হোসেন অস্ত্র দিয়ে আঘাত করে হত্যার ঘটনায় ঘটনায় পুলিশ তুষার (২৮), মিনা (৬০) ও মিসির আলী (৫৩) নামে নামে তিনজন কে গ্রেফতার করা হয়েছে। এছাড়া মামলায় অন্য আসামি হাসনাত আহমেদ তুর্জয় (২৪), মাসুদ (৩৬), সাগর (২৬), পাভেল (২৫) ও হজরত আলী (৫০) কে গ্রেফতারের চেষ্টা চলছে। 

নিহতের পরিবার পরিবার ও স্থানীয় দেয়া তথ্যমতে, জিওধারা এলাকার তুষার ও তুর্জয়ের অবৈধ গ্যাস সংযোগ নিয়েছে। সেই সাথে তারা  মাদক ব্যবসা করে এমন সংবাদ প্রকাশ করেছিলো ইলিয়াস। এর জের ধরেই ইলিয়াসকে কুপিয়ে হত্যা করা হয়েছে বলে অভিযোগ পরিবারের। 

নারায়ণগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার খোরশেদ আলম জানান, সাংবাদি কে হত্যা ঘটনায় পুলিশ এজহারভুক্ত আসামীদের গ্রেফতারে অভিযান করছে।

আরকে//


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি