ঢাকা, মঙ্গলবার   ০৫ নভেম্বর ২০২৪

আশুগঞ্জে র‍্যাবের অভিযানে গরুসহ ৩ চোর গ্রেফতার

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

প্রকাশিত : ২০:৩২, ১২ অক্টোবর ২০২০

ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে গরু চোর চক্রের তিন সদস্যকে গ্রেফতার করেছে র‌্যাব-১৪-এর ভৈরব ক্যাম্পের সদস্যরা। এসময় তাদের কাছ থেকে দুটি চোরাই গরু উদ্ধার করা হয়।

সোমবার সকালে উপজেলার শরীফপুর ইউনিয়নের খোলাপাড়া এলাকা থেকে তাদেরকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলেন, খোলাপাড়া গ্রামের নোয়াব মিয়া (৬২), একই এলাকার ইকবাল হোসেন (৪৪) ও মানসুর আলম (৩০)।

সোমবার বিকেলে ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে ভৈরব র‌্যাব ক্যাম্পের কোম্পানী কমান্ডার ও অতিরিক্ত পুলিশ সুপার রফিউদ্দীন মোহাম্মদ যোবায়ের সাংবাদিকদের এ তথ্য জানান।

সংবাদ সম্মেলনে রফিউদ্দীন মোহাম্মদ যোবায়ের বলেন, গত ৯ অক্টোবর রাতে নবীনগর উপজেলার মনিপুর গ্রামের শাহ আলমের বাড়ির গোয়াল ঘর থেকে ২টি গরু চুরি হয়। গোপন সংবাদের ভিত্তিতে জানতে পেরে র‌্যাব সদস্যরা সোমবার সকালে আশুগঞ্জ উপজেলার খোলাপাড়া গ্রামের নোয়াব মিয়ার বাড়ি থেকে গরু দুটি উদ্ধার করেন ও তার দেয়া তথ্যমতে গরু চোর চক্রের তিন সদস্যকে গ্রেফতার করেন।

সংবাদ সম্মেলনে জানানো হয়, গ্রেফতারকৃত নোয়াব মিয়া, ইকবাল ও মানসুর চোর চক্রের অন্যান্য সদস্যের যোগসাজোসে শাহ আলমের বাড়ি থেকে গরু চুরি করে নোয়াব মিয়ার বাড়িতে লুকিয়ে রাখে। গ্রেফতারকৃত নোয়াব মিয়া একজন মুরগী ব্যবসায়ী এবং গরু চোর চক্রের সদস্য। তিনি এবং তার চক্রের সদস্যরা জেলার বিভিন্ন এলাকায় গরু চুরি করে। পরে সুযোগ বুঝে নির্জন জায়গায় জবাই করে ইকবাল মিয়ার মাংসের দোকানসহ বিভিন্ন হোটেল রেষ্টুরেন্টে বিক্রি করে। সংবাদ সম্মেলনে ভৈরব র‌্যাব ক্যাম্পের স্কোয়াড কমান্ডার মোহাম্মদ বেলায়েত হোসাইনসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। এঘটনায় আশুগঞ্জ থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।
কেআই//


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি