ঢাকা, বৃহস্পতিবার   ২৩ জানুয়ারি ২০২৫

বরগুনায় বিপুল সংখ্যক আগ্নেয়াস্ত্র উদ্ধার 

বরগুনা প্রতিনিধি

প্রকাশিত : ০৯:৩৮, ১৩ অক্টোবর ২০২০

বরগুনার বলেশ্বর ও বিষঘালী নদীর মোহনার লালদিয়ার চর নামক স্থানে একটি ইঞ্জিনচালিত ট্রলারে মাছের ককসিটের ভিতরে রাখা বরফ থেকে ২১টি আগ্নেয়াস্ত্র ও ১০টি ছুরি উদ্ধার করেছে কোস্টগার্ড। 

আজ মঙ্গলবার ভোররাতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে এসব অস্ত্র উদ্ধার করা হয়। 

এ সময় কোস্টগার্ডের উপস্থিতি টের পেয়ে অস্ত্র  চোরাকারবারিরা নৌকা চরে ভিড়িয়ে গহীন বনে পালিয়ে যায়।

পাথরঘাটা কোস্টগার্ড স্টেশনের কমান্ডার বলেন, ‘কোস্টগার্ডের উপস্থিতি টের পেয়ে দস্যুরা গভীর জঙ্গলে পালিয়ে গেছে। উদ্ধারকৃত অস্ত্র পাথরঘাটা থানায় হস্তান্তর করা হবে।’
এআই/ এসএ/
 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি