ঢাকা, শনিবার   ০২ নভেম্বর ২০২৪

হাজতের রড বাঁকিয়ে পালালো আসামি

রাজশাহী প্রতিনিধি 

প্রকাশিত : ১২:২৫, ১৩ অক্টোবর ২০২০

রাজশাহী মহানগর পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি) কার্যালয়ের হাজতের রড বাঁকিয়ে মাদক মামলার এক আসামি পালিয়ে গেছে।

সোমবার (১২ অক্টোবর) সন্ধ্যা ৬টার দিকে এ ঘটনা ঘটে। আজ মঙ্গলবার বেলা ১১টা পর্যন্ত তাকে গ্রেফতার করতে পারেনি পুলিশ।

পালিয়ে যাওয়া আসামি শুভ (৩২) নগরীর পঞ্চবটি খড়বোনা এলাকার সেলিমের ছেলে। সোমবার বিকেলে নগরীর হাদির মোড় এলাকা থেকে ১২ গ্রাম হেরোইনসহ শুভকে আটক করেছিল ডিবি পুলিশ। 

খবর পেয়ে রাতেই আরএমপি কমিশনার আবু কালাম সিদ্দিক নগরীর লক্ষ্মীপুর এলাকায় ডিবি কার্যালয়ে যান। হেফাজতে থাকা আসামি এভাবে পালিয়ে যাওয়ায় তিনি দায়িত্বরদের তিরষ্কার করেন। 

পাশাপাশি কর্তব্যরত এএসআই ও কনস্টেবলকে প্রত্যাহার করেন। তবে তাদের নাম জানাতে অস্বীকার করেন আরএমপির মুখপাত্র ও অতিরিক্ত সহকারী কমিশনার গোলাম রুহুল কুদ্দুস। 

তিনি বলেন, ‘আসামি ছিলেন হালকা-পাতলা শারীরিক গঠনের। হাজতের রড বাঁকিয়ে বের হয়ে গেছেন। তাকে ধরতে চেষ্টা চলছে। এছাড়াও ঘটনাটি তদন্ত করে পুলিশের আর কারও দায়িত্বে অবহেলা পাওয়া গেলে তার বিরুদ্ধেও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।’

এআই//এমবি


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি