ঢাকা, শুক্রবার   ০৩ জানুয়ারি ২০২৫

গৃহবধূকে গণধর্ষণ: চার শিক্ষার্থীর ছাত্রত্ব বাতিল

গাজীপুর প্রতিনিধি 

প্রকাশিত : ১২:৪৪, ১৩ অক্টোবর ২০২০ | আপডেট: ১৩:২০, ১৩ অক্টোবর ২০২০

গৃহবধূকে ধর্ষণে জড়িত থাকার অভিযোগে সিলেটের এমসি কলেজের চার শিক্ষার্থীর ছাত্রত্ব সাময়িক বাতিল করেছে জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

ছাত্রত্ব ও সনদ বাতিল হওয়া চার শিক্ষার্থী হলেন- সাইফুর রহমান, শাহ মাহবুবুর রহমান রনি, রবিউল ইসলাম ও মাহফুজুর রহমান মাসুম।

কলেজ কর্তৃপক্ষের সুপারিশের ভিত্তিতে সোমবার জাতীয় বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট কমিটির সভায় এ সিদ্ধান্ত হয়। 

বিষয়টি একুশে টেলিভিশনকে নিশ্চিত করেছেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ কর্মকর্তা (পিআরও) ফয়জুল করিম। 

প্রসঙ্গত, গত ২৫ সেপ্টেম্বর রাতে এম সি কলেজ ছাত্রাবাসে গৃহবধূ গণধর্ষণের শিকার হন। এই ঘটনায় পরের দিন নির্যাতিতার স্বামী শাহপরান থানায় ছাত্রলীগের সাইফুর রহমান, তারেক, শাহ রনি, রবিউল, মাহফুজুর রহমান মাসুমের নাম উল্লেখ করে আরও অজ্ঞাত তিনজনের বিরুদ্ধে মামলা দায়ের করেন।

পুলিশ ও র‍্যাব এজহারভুক্ত ছয় আসামিসহ ৮ জনকে গ্রেফতার করে। গ্রেফতারকৃতরা পাঁচ দিনের রিমান্ড শেষে আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেয়ার পর তাদের কারাগারে পাঠানো হয়।

এমবি//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি