ঢাকা, শনিবার   ২১ ডিসেম্বর ২০২৪

রাজবাড়ী কারাগারে ধর্ষণ মামলার আসামির মৃত্যু

রাজবাড়ী প্রতিনিধি 

প্রকাশিত : ১৩:৩২, ১৩ অক্টোবর ২০২০

রাজবাড়ী জেলা কারাগারে হাসমত শেখ ওরফে হাচু (৫৫) নামে ধর্ষণ মামলার এক আসামির মৃত্যু হয়েছে। আজ মঙ্গলবার ভোর ৬টার দিকে তার মৃত্যু হয়। হাসমত সদর উপজেলার খানখানাপুর দত্তপাড়ার মৃত জয়নাল শেখের ছেলে।

রাজবাড়ী জেলা কারাগারের জেল সুপার মো. মামুন অর রশিদ সাংবাদিকদের জানান, ‘গত ৩০ সেপ্টেম্বর কারাগারে আসে ধর্ষণ মামলার আসামি হাসমত শেখ হাচু। গত চার পাঁচ দিন তার আচরণ অস্বাভাবিক ছিল। যে কারণে তাকে কারা হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছিল। কিন্তু আজ ভোর রাতে হঠাৎ তার অবস্থার অবনতি হলে রাজবাড়ী সদর হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়।’

রাজবাড়ী সদর হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ডাক্তার তাইরান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ‘হাসপাতালে আনার আগেই ওই ব্যক্তির মৃত্যু হয়েছে। ময়নাতদন্তের জন্য লাশ মর্গে পাঠানো হয়েছে।’

এআই//এমবি


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি