দুর্গাপূজা উপলক্ষে ঠাকুরগাঁওয়ে প্রধানমন্ত্রীর অনুদানের চেক বিতরণ
প্রকাশিত : ২৩:১৮, ১৩ অক্টোবর ২০২০ | আপডেট: ২৩:২৩, ১৩ অক্টোবর ২০২০
আসন্ন শারদীয় দুর্গোৎসব উপলক্ষে ঠাকুরগাঁওয়ের পাঁচটি উপজেলায় পুজা উদযাপন, মন্দির সংস্কার ও দুস্থ হিন্দু মহিলাদের মাঝে প্রধানমন্ত্রীর কাছ থেকে প্রাপ্ত অনুদানের চেক বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার ঠাকুরগাঁওয়ের প্রতিটি উপজেলায় পৃথক পৃথক অনুষ্ঠানের মাধ্যমে প্রধান অতিথি হিসেবে জাতীয় সংসদের সদস্য ও হিন্দু কল্যাণ ট্র্যাস্টের সহসভাপতি মনোরঞ্জন শীল গোপাল এ চেক বিতরণ করেন ।
এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি ও সদর উপজেলা চেয়ারম্যান অরুনাংশু দত্ত টিটো।
ঠাকুরগাঁও জেলা হিন্দু কল্যাণ ট্রাস্টের সহকারী পরিচালক ইন্দ্রজিত রায় জানান, দুর্গাপূজা উদযাপনের জন্য জেলার পাঁচটি উপজেলার ১২৪টি মন্দিরকে বিভিন্ন অংকে মোট চার লক্ষ টাকা, ৩৯টি মন্দিরের প্রত্যেকটিতে দশ হাজার টাকা করে তিন লাখ নব্বই হাজার টাকা এবং ৪৭ জন দুস্থ মহিলার প্রত্যেককে তিন হাজার টাকা করে মোট এক লক্ষ একচল্লিশ হাজার টাকার চেক হস্তান্তর করা হয়।
কেআই//
আরও পড়ুন