ঢাকা, বৃহস্পতিবার   ২৬ ডিসেম্বর ২০২৪

নলছিটিতে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

নলছিটি (ঝালকাঠি) প্রতিনিধি

প্রকাশিত : ২৩:৫৯, ১৩ অক্টোবর ২০২০

ঝালকাঠির নলছিটিতে বিদ্যুৎস্পৃষ্টে এক যুবকের মৃত্যু হয়েছে। নিহতের নাম মিজান জোমাদ্দার (৩২)। মঙ্গলবার বিকেলে ৩টার পৌরসভার মাটিভাঙা আবাসন এলাকায় এঘটনা ঘটে। মিজান উপজেলার ভৈরবপাশা ইউনিয়নের বহরমপুর গ্রামের আবদুল কাদের জোমাদ্দারের ছেলে। সে মাটিভাঙা আবাসনে বসবাস করতো।  

জানা গেছে, মিজান বিকেল ৩টার দিকে ঘরের পেছনে একটি গাছের ডাল কাটতে ওঠেন। এসময় বিদ্যুতের তারে জড়িয়ে তাঁর মৃত্যু হয়। খবর পেয়ে নলছিটি ফায়ার সার্ভিসের একটি ইউনিট এসে লাশ উদ্ধার করে। 

নলছিটি থানার ওসি (ভারপ্রাপ্ত) আবদুল হালিম তালুকদার জানান, খবর পেয়ে মৃতদেহটি গাছ থেকে ফায়ার সার্ভিসের কর্মীরা নামিয়েছে। এ ব্যপারে থানায় একটি ইউডি মামলা দায়ের করা হয়েছে। 
কেআই//


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি