ঢাকা, শুক্রবার   ২২ নভেম্বর ২০২৪

করোনায় মেহেরপুর জেলা বিএমএ সভাপতির মৃত্যু

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৯:৩০, ১৪ অক্টোবর ২০২০

মেহেরপুরে করোনায় আক্রান্ত হয়ে ডা. রমেশ চন্দ্র নাথের মৃত্যু হয়েছে। আজ বুধবার ভোরে ঢাকার বঙ্গবন্ধু মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। তিনি মেহেরপুর জেলা বিএমএ ও হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতির দায়িত্ব পালন করছিলেন। 

মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮১ বছর। স্ত্রী, দুই ছেলে ও এক মেয়ে রেখে গেছেন ডা. রমেশ চন্দ্র নাথ।

রমেশ ক্লিনিকের ম্যানেজার শহিদুল ইসলাম জানান, ‘গত ৩০  সেপ্টেম্বর রমেশ চন্দ্র নাথের করোনা শনাক্ত হয়। চিকিৎসার জন্য তাকে ঢাকার বঙ্গবন্ধু মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হওয়ায় চিকিৎসকরা আইসিইউতে রেখে চিকিৎসা দিচ্ছিলেন। সেখানেই আজ ভোররাতে মারা যান তিনি।’

এদিকে ডা. রমেশ চন্দ্র নাথের মৃত্যুতে জেলা স্বাচিপের  সভাপতি ডা. এম এ বাসার, বিএমএ’র সাধারণ সম্পাদক ডা. আবু তাহের, মেহেরপুরের পাবলিক প্রসিকিউটর অ্যাড. পল্লব ভট্টাচার্যসহ বিভিন্ন মহল থেকে শোক প্রকাশ করা হয়েছে।

মেহেরপুরের সিভিল সাজর্ন ডা. মো. নাসির উদ্দীন জানান, ‘ডা. রমেশ চন্দ্র নাথের চিকিৎসা সেবায় বড় অবদান ছিল। তার মরদেহ আসার পর পারিবারিক সিদ্ধান্ত অনুযায়ী সরকারি বিধি-বিধান ও ধর্মীয় রীতি অনুযায়ী ব্যবস্থা নেয়া হবে।’
এআই/এসএ/


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি