ঢাকা, সোমবার   ২৩ ডিসেম্বর ২০২৪

রাঙামাটিতে সেনাবাহিনীর সাথে বন্দুকযুদ্ধে নিহত ২

রাঙামাটি প্রতিনিধি

প্রকাশিত : ১০:৫২, ১৪ অক্টোবর ২০২০

নানিয়ারচরে গুরুতর আহত সেনাসদস্যকে হেলিকপ্টারে করে চট্টগ্রাম সিএমএইচে নেওয়া হচ্ছে।

নানিয়ারচরে গুরুতর আহত সেনাসদস্যকে হেলিকপ্টারে করে চট্টগ্রাম সিএমএইচে নেওয়া হচ্ছে।

রাঙামাটির নানিয়ারচর উপজেলায় বুড়িঘাটের রউফ টিলা এলাকায় সেনাবাহিনীর সাথে বন্দুকযুদ্ধে দুই সন্ত্রাসী নিহত হয়েছে। এ সময় আহত হয় ১ সেনা সদস্য।

ঘটনাস্থল থেকে একটি একে-২২ রাইফেল (এসএমজি) উদ্ধার করা হয়েছে। রাতে আন্তবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।

আইএসপিআর জানায়, ওই ঘটনায় ইউপিডিএফের (প্রসিত গ্রুপ) গুলিতে সেনাটহলে থাকা সৈনিক শাহাবুদ্দিন বাম কাঁধে গুলিবিদ্ধ হন। তাঁকে উন্নত চিকিৎসার জন্য হেলিকপ্টারে করে চট্টগ্রামে সম্মিলিত সামরিক হাসপাতালে পাঠানো হয়েছে।

পুলিশ জানায়, দীর্ঘ দিন ধরে সন্ত্রাসীরা রউফ টিলা এলাকায় চাঁদাবাজি করে আসছিল। গতকাল মঙ্গলবার সন্ধ্যায় তাদের ধরতে জেলে সেজে  অভিযানে যায় সেনাবাহিনী। তারা সন্ত্রাসীদের একজনকে ধরতে পারলেও অন্যরা পালিয়ে যায়। এ সময় সন্ত্রাসীরা গুলি করলে  রকেট চাকমা ও আশাপূর্ন চাকমা নামে দুজন নিহত হন। এ সময় সেনাবাহিনী সদস্য সাহাবুদ্দীন গুলিবিদ্ধ হন। তাকে হেলিকপ্টারে করে সিএমএইচ এ ভর্তি করা হয়। 

এমবি//


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি