ঢাকা, বৃহস্পতিবার   ২৩ জানুয়ারি ২০২৫

নোয়াখালীতে সাংবাদিক ও মুক্তিযোদ্ধাকে লাঞ্ছিতের প্রতিবাদ 

নোয়াখালী প্রতিনিধি

প্রকাশিত : ১৫:১৮, ১৪ অক্টোবর ২০২০

নোয়াখালীর একলাশপুরে সংবাদ সংগ্রহে গিয়ে সাংবাদিক ও মুক্তিযোদ্ধা লাঞ্ছিত হওয়ার প্রতিবাদে মানববন্ধন করেছে মুক্তিযোদ্ধারা। আজ বুধবার সকাল সাড়ে ১১টার দিকে নোয়াখালী প্রেসক্লাবের সামনে এ কর্মসূচি পালিত হয়। 

এ সময় বক্তারা বলেন, গত সোমবার একলাশপুরের জয়কৃষ্ণপুরে নারী নির্যাতনের ঘটনায় সরেজমিনে প্রতিবেদন করতে যায় নিউজ টোয়েন্টিফোরের প্রতিনিধিসহ কয়েকজন সাংবাদিক। এ সময় তাদের ওপর হামলা করে নারী নির্যাতনের ঘটনায় জেলে থাকা স্থানীয় ইউপি সদস্য সোহাগের লোকজন। হামলাকারীরা সাংবাদিকের একটি ক্যামেরা, মেমোরিকার্ড ও মোবাইল নিয়ে যায়। এ ঘটনা দেখে এগিয়ে যান মুক্তিযোদ্ধা আবুল কাশেম। তাকেও লাঞ্ছিত করা হয়। 

এ ঘটনায় সাংবাদিক থানায় মামলা করার দুইদিন অতিবাহিত হলেও পুলিশ কোনো ব্যবস্থা নেয়নি। মুক্তিযোদ্ধারা এ ঘটনার তীব্র নিন্দা ও জড়িতদের দ্রুত গ্রেফতারের দাবি জানান। 

সমাবেশে বক্তব্য রাখেন, জেলা মুক্তিযোদ্ধা কমান্ডের সাবেক কমান্ডার আবুল কাশেম, মুক্তিযোদ্ধা সামছুদ্দিন, আবদুল মতিন ও মৃণাল কান্তিসহ অনেকে। 

এআই/এমবি


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি