ঢাকা, বৃহস্পতিবার   ২৩ জানুয়ারি ২০২৫

কোম্পানীগঞ্জে দেড় মণ ওজনের অজগর উদ্ধার

নোয়াখালী প্রতিনিধি 

প্রকাশিত : ১৬:১১, ১৪ অক্টোবর ২০২০

নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলায় দেড় মণ (৬৮ কেজি) ওজনের একটি বিরল প্রজাতির অজগর সাপ উদ্ধার করা হয়েছে।

আজ বুধবার সকালে উপজেলার বসুরহাট পৌরসভার ৭নং ওয়ার্ডের চরকাঁকড়া গ্রামের চিকন খাল থেকে অজগর সাপটি উদ্ধার করা হয়।

স্থানীয় বাসিন্দা আব্দুল আউয়াল মানিক জানান, ‘মঙ্গলবার রাতে উপজেলার বসুরহাট পৌরসভার ৭নং ওয়ার্ডের চরকাঁকড়া গ্রামের চিকন খালে মাছ ধরার জন্য স্থানীয় বাসিন্দা কামাল উদ্দিন একটি বিন্দি জাল বসান। সকালে ওই জালের মাছ সংগ্রহ করতে কামাল চিকন খালে গিয়ে দেখতে পায় তার জালে বিশাল আকৃতির একটি অজগর আটকা পড়ে মৃত অবস্থায় পড়ে আছে। পরে তিনি স্থানীয়দের সহযোগিতায় অজগরটি উদ্ধার করে বাড়িতে নিয়ে আসেন।’ 

স্থানীয়রা জনায়, অজগর সাপটি টেনে বের করার পর উপস্থিত সবাই অবাক  হয়ে যান। অজগরটির দৈর্ঘ্য ২৪ ফুট, ওজন ৬৮ কেজি।

কোম্পানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. জিয়াউল হক মীর জানান, ‘একটি অজগর সাপ মৃত অবস্থায় উদ্ধার করা হয়েছে। এ বিষয়ে কোম্পানীগঞ্জ উপজেলা প্রাণি সম্পদ বিভাগ ও বন বিভাগের কর্মকর্তাদের সাথে কথা বলে প্রয়োজনীয় ব্যবস্থা করা হবে।’

এআই//এমবি


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি