ঢাকা, বুধবার   ১৫ জানুয়ারি ২০২৫

ভারতে প্রবেশের চেষ্টায় ৫ রোহিঙ্গা আটক

ঝিনাইদহ প্রতিনিধি 

প্রকাশিত : ১৬:১৩, ১৪ অক্টোবর ২০২০

ঝিনাইদহের মহেশপুর সীমান্ত দিয়ে অবৈধভাবে বাংলাদেশ থেকে ভারতে প্রবেশের চেষ্টায় ৫ রোহিঙ্গা নারী-পুরুষকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ- বিজিবি।

মঙ্গলবার (১২ অক্টোবর) রাতে উপজেলার যাদবপুর এলাকা থেকে তাদের আটক করা হয়।

বিজিবি জানায়, কয়েকজন রোহিঙ্গা অবৈধভাবে সীমান্ত পার হয়ে ভারতে প্রবেশের চেষ্টা করছে এমন সংবাদের ভিত্তিতে অভিযান চালানো হয়। এ সময় ৫ নারী ও পুরুষকে আটক করা হয়। পরে তাদের পরিচয় যাচাই করে জানা যায় কক্সবাজারের উখিয়া থানার মধুছড়া এলাকার ক্যাম্প থেকে ভারতে যাওয়ার উদ্দেশ্যে পালিয়ে এসেছে তারা।

আটককৃতদের মহেশপুর থানায় সোপর্দ করা হয়েছে বলে বিজিবির পক্ষ থেকে জানানো হয়েছে। 

এআই/এমবি


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি