ঢাকা, বৃহস্পতিবার   ২৩ জানুয়ারি ২০২৫

বরিশালে নদ-নদীতে প্রশাসনের কঠোর নজরদারি

বরিশাল প্রতিনিধি 

প্রকাশিত : ১৬:১৮, ১৪ অক্টোবর ২০২০

সরকারের নির্দেশনা অনুযায়ী মঙ্গলবার (১৩ অক্টোবর) দিবাগত রাত ১২টা ১ মিনিট থেকে ইলিশ মাছ ধরা বন্ধে কঠোর নজরদারি শুরু করেছে প্রশাসন। কোন প্রকারের জাল ফেলা বা জেলেদের নদীতে নামতে না দেয়ার সিদ্ধান্ত নেয়া হয়েছে।

আজ বুধবার সকাল থেকে জেলা প্রশাসক এস এম অজিয়র রহমানের নেতৃত্বে জেলা মৎস্য কর্মকর্তা, কোস্টগার্ড ও নৌ পুলিশের সমন্বয়ে বরিশালের কীর্তনখোলা, আড়িয়াল খাঁসহ সকল নদীতে অভিযান অব্যাহত রয়েছে। 

আজ থেকে আগামী ৪ নভেম্বর টানা ২২ দিন বন্ধ থাকবে মাছ শিকার। এ মৌসুমে সকল মা ইলিশ ডিম ছাড়ায় প্রতিবছরই এ সময়টাতে ইলিশ মাছ শিকার বন্ধ থাকে। গত বছর সরকারের এই আইন মানায় প্রায় ৮২ হাজার মেট্রিকটন ইলিশ আহরণ সম্ভব হয়েছে বলে জানিয়েছে জেলা মৎস্য বিভাগ। 

এদিকে আজ সকালে জেলা প্রশাসন ও মৎস্য অধিদপ্তর কীর্তনখোলার পাড়ে মাছ ধরা বন্ধের এই কার্যক্রমের উদ্বোধন করেন জেলা প্রশাসক। এ সময়ে আরও উপস্থিত ছিলেন জেলা মৎস্য কর্মকর্তা আবু সাইদ। 

এদিকে জেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে সরকার জেলেদের জন্য চালের বরাদ্দ দিয়েছে। তা ইতিমধ্যে তালিকা অনুযায়ী ইউনিয়নগুলোতে পাঠানো হয়েছে। তবে কেউ না খেয়ে থাকবে না। 

এআই//এমবি


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি