ঢাকা, রবিবার   ০৬ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

ঠাকুরগাঁওয়ে শারদীয় দুর্গাপূজা উদযাপনের প্রস্তুতি সভা অনুষ্ঠিত

ঠাকুরগাঁও প্রতিনিধি

প্রকাশিত : ১৯:১২, ১৪ অক্টোবর ২০২০ | আপডেট: ১৯:১৬, ১৪ অক্টোবর ২০২০

Ekushey Television Ltd.

ঠাকুরগাঁও জেলার ৪৬০টি মণ্ডপে আসন্ন শারদীয় দুর্গাপূজা উদযাপনে এক প্রস্তুতিমূলক সভা বুধবার স্থানীয় সার্কিট হাউজ সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়েছে।

জেলা প্রশাসক ড. কেএম কামরুজ্জামান সেলিমের সভাপতিত্বে সভায় বক্তব্য দেন, অতিরিক্ত জেলা প্রশাসক নুর কুতুবুল আলম, সিভিল সার্জন ডা. মাহফুজার রহমান সরকার, অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ কামাল হোসেন, জেলা আ’লীগের সহ-সভাপতি মাহাবুবুর রহমান খোকন, সাধারণ সম্পাদক দীপক কুমার রায়, জেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক তপন কুমার ঘোষ, জেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি প্রবীর কুমার রায়, সাধারণ সম্পাদক প্রবীর কুমার গুপ্ত বুয়া, পৌর কাউন্সিলর আতাউর রহমান প্রমুখ।

সভায় জানানো হয়, এবছর জেলায় মোট ৪৬০টি মণ্ডপে পূজা অনুষ্ঠিত হবে। এর মধ্যে সদর উপজেলায় ১৯৮টি। এবছর করোনাভাইরাসের কারণে আলোকসজ্জ্বা ও প্রতিমা বিসর্জনের সময় শোভাযাত্রা না করার সিদ্ধান্ত নেওয়া হয়। এছাড়াও স্বাস্থ্যবিধি মেনে মন্ডপে মন্ডপে অঞ্জলি প্রদান ও প্রতিমা দেখার সিদ্ধান্ত নেওয়া হয়।
কেআই// 


 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি