ঢাকা, বৃহস্পতিবার   ২৩ জানুয়ারি ২০২৫

মাগুরার ধানক্ষেতে যুবকের গলাকাটা লাশ

মাগুরা প্রতিনিধি

প্রকাশিত : ২২:১২, ১৪ অক্টোবর ২০২০

মাগুরা জেলার শ্রীপুরে একটি ধানক্ষেত থেকে মনিরুল ইসলাম (৪৫) নামে এক ব্যক্তির গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (১৪ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে উপজেলার দ্বারিয়াপুর ইউনিয়ন পরিষদের পেছনের ধান ক্ষেতে মেলে তার লাশ। 

সংবাদ পেয়ে পুলিশ সুপার খাঁন মুহাম্মদ রেজয়ান ঘটনাস্থল পরিদর্শন করেছেন। তিনি জানান, বুধবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে শ্রীপুর উপজেলার দ্বারিয়াপুর ইউনিয়ন পরিষদের পেছনে ধানক্ষেতে লাশ দেখতে পেয়ে এলাকাবাসী পুলিশকে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে এসে লাশ উদ্ধার করে। এ সময় স্থানীয়রা লাশ দেখে একই ইউনিয়নের চৌগাছি গ্রামের মৃত ইসহাক আলীর ছেলে মনিরুল মীর-এর লাশ বলে শনাক্ত করে। লাশের শরীরে ও গলায় ছুরির আঘাতের চিহ্ন রয়েছে। সে এলাকায় সুদের কারবার করতো বলে প্রাথমিকভাবে জানা গেছে।

পুলিশ সুপার আরও বলেন, ঘটনার সঙ্গে জড়িতদের ধরতে পুলিশের সকল ইউনিটের পাশাপাশি একটি বিশেষ টিম কাজ করছে। দ্রুততম সময়ের মধ্যে অপরাধীদের গ্রেফতার করে আইনের আওতায় নিয়ে আসা হবে। লাশ ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে।

এনএস/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি