ঢাকা, বৃহস্পতিবার   ২৬ ডিসেম্বর ২০২৪

নওগাঁয় ২০ হাজার তালবীজ রোপন কর্মসূচির উদ্বোধন

নওগাঁ প্রতিনিধি

প্রকাশিত : ০০:০০, ১৫ অক্টোবর ২০২০

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠ পুত্র শেখ রাসেলের জন্মদিন উপলক্ষে নওগাঁর নিয়ামতপুরে ২০ হাজার তালবীজ রোপন কর্মসুচির উদ্বোধন করেছেন খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার।

বুধবার নওগাঁর নিয়ামতপুর উপজেলার তালামারা ব্রীজ হতে ধানসুরা  সড়কের দুই পাশে এসব তালবীজ রোপন শুরু করা হয়।

তালবীজ রোপন কর্মসূচি উদ্বোধনকালে খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার বলেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশব্যাপী তালবীজ রোপনের নির্দেশ দিয়েছেন। সে অনুযায়ী জাতীর পিতার কনিষ্ঠ পুত্র শেখ রাসেলের জন্মদিন উপলক্ষে পর্যায়ক্রমে ২০ হাজার তালবীজ রোপনের অংশ হিসাবে আজকে তালবীজ রোপন শুরু করা হলো। এর ফলে বজ্রপাত থেকে রক্ষার পাশাপশি সড়কগুলোতে ছায়া পাবে যাতায়াতকারীরা। এছাড়াও স্থানীয়দের এসব তাল গাছ সংরক্ষণের আহবান জানান তিনি। 

এসময় উপজেলা পরিষদের চেয়ারম্যান ফরিদ আহম্মেদ, নির্বাহী অফিসার জয়া মারিয়া পেরারা এলজিইডির নির্বাহী প্রকৌশলীসহ প্রশাসনের কর্মকর্তা ও রাজনৈতিক নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
কেআই//
 


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি