ঢাকা, শুক্রবার   ২৭ ডিসেম্বর ২০২৪

ঠাকুরগাঁওয়ে পুকুর থেকে মা ও দুই সন্তানের লাশ উদ্ধার

ঠাকুরগাঁও প্রতিনিধি 

প্রকাশিত : ০৯:৪৭, ১৫ অক্টোবর ২০২০

ঠাকুরগাঁওয়ের রাণীশংকইলে পুকুর থেকে একই পরিবারের তিনজনের লাশ উদ্ধার করা হয়েছে। 

আজ বৃহস্পতিবার ভোরে উপজেলার ধর্মগড় ভরনিয়া শিয়ালডাঙ্গী গ্রামে মা ও তার দুই সন্তানের লাশ বাড়ির পাশের পুকুর থেকে উদ্ধার করে প্রতিবেশীরা। 

মৃতরা হলেন, ওই গ্রামের আকবর হোসেনের স্ত্রী আরিদা খাতুন (৩২), তার মেয়ে চতুর্থ শ্রেণির ছাত্রী আঁখি (১১) ও তার ছেলে আরাফাত (৪)। 

প্রতিবেশীরা জানান,  আজ ভোর ৬টার দিকে আরিদা ও তার সন্তানদের লাশ পুকুরে ভাসতে দেখা যায়। পরে তাদের মরদেহ উদ্ধার করে পুলিশে খবর দেয়া হয়। তাদের মুখে বিষের গন্ধ পাওয়া যায় বলেও জানান তারা।

পুলিশ ঘটনাস্থলে পৌঁছে প্রকৃত রহস্য উদ্ঘাটনের চেষ্টা করছে।

এআই/এমবি


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি