ঢাকা, বৃহস্পতিবার   ০৩ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

হবিগঞ্জে কটন মিলে ভয়াবহ অগ্নিকাণ্ড

হবিগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত : ১১:১১, ১৫ অক্টোবর ২০২০

Ekushey Television Ltd.

হবিগঞ্জের মাধবপুরের নয়াপাড়ায় সায়হাম কটন মিলে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।

বৃহস্পতিবার (১৪ অক্টোবর) সকাল ৯টা পর্যন্ত এ আগুন নিয়ন্ত্রণে আনতে ৬টি ইউনিট কাজ করছে। ফায়ার সার্ভিস জানিয়েছে, মোট ৬টি ইউনিট সুতার মিলে লাগা আগুন নিয়ন্ত্রণে চেষ্টা চালিয়ে যাচ্ছে।

পুলিশ জানায়, গভীর রাতে সায়হাম কটন মিলের ১নম্বর গোডাউনে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তেই আগুনের ছড়িয়ে পড়ে ২নম্বর গোডাউনে। পরে ফায়ার সর্ভিস ৫ ঘণ্টা চেষ্টা করে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির বিষয়ে জানা যায়নি।

এ বিষয়ে সায়হাম কটন মিলের উপব্যবস্থাপনা পরিচালক এম এম রেজা বলেন, রাত সাড়ে ১২টার দিকে মিলে আগুন লাগে। শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত ঘটেছে বলে ধারণা করা হচ্ছে।

তিনি আরও বলেন, কটন মিলে মোট ১০০ কোটি টাকা মূল্যের তুলা মজুত ছিল। আগুনে তা সম্পূর্ণ পুড়ে গেছে।

এমবি//


 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি