ঢাকা, বৃহস্পতিবার   ০৩ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

হবিগঞ্জে সিনেমা স্টাইলে আসামি ছিনতাই

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১১:১৯, ১৫ অক্টোবর ২০২০

Ekushey Television Ltd.

হবিগঞ্জের বানিয়াচংয়ে পুলিশের ওপর হামলা চালিয়ে সিনেমা স্টাইলে হ্যান্ডকাপসহ এক আসামিকে ছিনিয়ে নেয়ার ঘটনা ঘটেছে। এ সময় আহত হয়েছে ৩ পুলিশ সদস্য। 

বুধবার রাতে ওই গ্রামের রমজান আলীর ছেলে দু’টি মামলার পরোয়ানাভূক্ত পলাতক আসামি বুলবুল মিয়াকে তার বাড়ি থেকে আটক করে পুলিশ। আসামীকে নিয়ে আসার সময় তার স্বজনরা পুলিশের উপর অতর্কিত হামলা চালায়। 

এক পর্যায়ে ঘটনাস্থলে আসামির স্বজনরা চার পুলিশ সদস্যকে পিটিয়ে হ্যান্ডকাপসহ আসামিকে ছিনিয়ে নিয়ে যায়। এ ঘটনায় পুলিশ বাদি হয়ে বানিয়াচং থানায় মামলা করেছে। পাশাপাশি আসামি ও দুর্বৃত্তদের ধরতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

এমবি//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি