ঢাকা, বৃহস্পতিবার   ২৩ জানুয়ারি ২০২৫

দোহারে মোটরসাইকেলের ধাক্কায় বৃদ্ধা নিহত

দোহার-নবাবগঞ্জ (ঢাকা) সংবাদদাতা 

প্রকাশিত : ১২:৩৯, ১৫ অক্টোবর ২০২০

ঢাকার দোহার উপজেলায় মোটরসাইকেলের ধাক্কায় অঞ্জলি কর্মকার (৬০) নামে এক বৃদ্ধা নিহত হয়েছেন। তিনি কার্তিকপুর গ্রামের নির্মল কর্মকারের স্ত্রী।

গতকাল বুধবার বিকেলে উপজেলার কার্তিকপুর বাজারের একটু সামনে এ দুর্ঘটনা ঘটে। 

এ বিষয়ে দোহার থানার চর মোহাম্মদপুর পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই সুজন বিশ্বাস জানান, ‘কার্তিকপুর বাজারের একটু সামনে আঞ্চলিক প্রধান সড়কের পাশ দিয়ে ওই বৃদ্ধা হেঁটে যাচ্ছিলেন। এ সময় অজ্ঞাত চালকধারী একটি মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে দ্রুত গতিতে এসে তাকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়ার পথে তার মৃত্যু হয়।’

তিনি আরও জানান, ‘খবর পেয়ে রাতেই লাশ উদ্ধারের পর সুরতাহাল প্রতিবেদন তৈরি করে থানায় আনা হয়েছে। এ ঘটনায় নিহতের স্বজনদের কারো কোনো অভিযোগ নেই। তারা বিনা ময়নাতদন্তে লাশ নিয়ে যাওয়ার জন্য আবেদন করেছিলেন। প্রক্রিয়া সম্পন্ন করে স্বজনদের কাছে লাশ হস্তান্তর করা হয়েছে।’

এআই//এমবি


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি