ঢাকা, রবিবার   ২২ ডিসেম্বর ২০২৪

চাচা শ্বশুরের ছুরিকাঘাতে গৃহবধূ খুন

নরসিংদী প্রতিনিধি

প্রকাশিত : ১৪:৫৮, ১৫ অক্টোবর ২০২০

নরসিংদীতে চাচা শ্বশুরের ছুরিকাঘাতে জরিনা বেগম (৩২) নামে এক গৃহবধূ নিহত হয়েছেন। আজ বৃহস্পতিবার সকালে সদর উপজেলার চরাঞ্চলের আলোকবালী ইউনিয়নের বাখরনগর গ্রামে হত্যাকাণ্ডের এ ঘটনা ঘটে। 

নিহত জরিনা ওই গ্রামের সেলিম মিয়ার স্ত্রী। 

পুলিশ ও নিহতের পরিবারের সদস্যরা জানান, ‘সকালে পারিবারিক কলহের জেরে চাচা শ্বশুর আসাদ মিয়ার সাথে তার ভাতিজার স্ত্রী জরিনা বেগমের তর্কবিতর্ক শুরু হয়। এক পর্যায়ে উত্তেজিত আসাদ জরিনাকে ছুরিকাঘাত করে। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে নরসিংদী সদর হাসপাতালে নিলে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।’

খবর পেয়ে পুলিশ গৃহবধূর মরদেহ উদ্ধার করেছে। অভিযুক্ত আসাদ মিয়াকে গ্রেফতারের চেষ্টা চলছে বলে পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে।

এআই//এমবি


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি