ঢাকা, শুক্রবার   ২৭ ডিসেম্বর ২০২৪

বালু ব্যবসাকে কেন্দ্র করে একজনকে কুপিয়ে হত্যা

ফেনী প্রতিনিধি 

প্রকাশিত : ১৫:০০, ১৫ অক্টোবর ২০২০

ফেনীর ছাগলনাইয়ায় বালু ব্যবসাকে কেন্দ্র করে মো. জামশেদ আলম নামে একজনকে কুপিয়ে হত্যা করেছে প্রতিপক্ষরা। 

বুধবার (১৪ অক্টোবর) রাতে উপজেলার শুভপুর ইউনিয়নের নতুন বাজার এলাকায় এ ঘটনা ঘটে। নিহত জামশেদ মধ্যম জয়পুর গ্রামের দিল আম্মদের ছেলে।

পুলিশ ও স্থানীয়রা জানায়, দীর্ঘদিন ধরে বালুমহলের বালু গাড়িতে লোড-আনলোড করাকে কেন্দ্র করে জামশেদ আলমের সাথে স্থানীয় মো. দাউদসহ বেশ কয়েকজনের বিরোধ চলে আসছিল। বুধবার রাতে জামশেদ মুহুরিগঞ্জ সিএনজি ফিলিং স্টেশন থেকে গাড়িতে গ্যাস ভর্তি করে বাড়িতে ফেরার পথে বেশ কয়েকজন সন্ত্রাসী তার ওপর হামলা চালায়। এ সময় তার মাথায় আঘাত করলে সে অজ্ঞান হয়ে মাটিতে লুটিয়ে পড়ে। 

পরে স্থানীয়রা রক্তাক্ত অবস্থায় জামশেদকে উদ্ধার করে প্রথমে স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সে ও পরে ফেনী জেনারেল হাসাপাতালে নেয়। অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেলে নেয়ার পথে মারা যান তিনি।  

ছাগলনাইয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মেজবা উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ‘হত্যাকাণ্ডে জড়িতদের আটকের চেষ্টা চলছে।’

এআই//এমবি


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি