ঢাকা, সোমবার   ২৭ জানুয়ারি ২০২৫

ট্রেনে ঝাঁপ দিয়ে অটোরিকশা চালকের আত্মহত্যা 

সিরাজগঞ্জ প্রতিনিধি 

প্রকাশিত : ১৫:২৬, ১৫ অক্টোবর ২০২০

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় ট্রেনের সামনে ঝাঁপ দিয়ে শফিকুল ইসলাম (৪৮) নামে সিএনজি চালিত এক অটোরিকশা চালক আত্মহত্যা করেছেন।  

বুধবার (১৪ অক্টোবর) রাতে উপজেলার সলপ স্টেশনের দক্ষিণে ভদ্রকোল গ্রামে এ দুর্ঘটনা ঘটে। শফিকুল ওই গ্রামের মৃত খসম আলীর ছেলে।

পঞ্চক্রোশী ইউপি মেম্বার মো. হামিদুল ইসলাম নিহতের পরিবারের বরাত দিয়ে জানান, ‘পারিবারিক সমস্যার কারণে আত্মহত্যার উদ্দেশ্য রেল-সড়কের উক্ত স্থানে এসে দাঁড়িয়েছিলেন শফিকুল। এ সময় অদূরে থাকা লোকজন তার কাছে পৌঁছানোর আগেই ঢাকা থেকে রাজশাহীগামী সিল্কসিটি এক্সপ্রেসের চলন্ত ট্রেনে ঝাঁপ দেন তিনি। এতে তার দুটি পা কাটা পড়ে। স্থানীয়রা উদ্ধার করে সিরাজগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়।’

পরে স্বজনরা রাতেই শফিকুলের মরদেহ বাড়িতে নিয়ে গিয়ে জানাজা শেষে স্থানীয় কবরস্থানে দাফন করেন।

এআই//এমবি


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি