ঢাকা, বৃহস্পতিবার   ২৩ জানুয়ারি ২০২৫

দুর্গাপূজা উপলক্ষে নড়াইলে পুলিশ প্রশাসনের মতবিনিময় 

নড়াইল প্রতিনিধি

প্রকাশিত : ১৫:২৯, ১৫ অক্টোবর ২০২০

আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে নড়াইলে পুলিশ প্রশাসনের সঙ্গে পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৫ অক্টোবর) দুপুরে পুলিশ সুপারের কার্যালয়ে অনুষ্ঠিত এ মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন পুলিশ সুপার মোহাম্মদ জসিম উদ্দিন পিপিএম (বার)।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার মাসুদ রানা ও শেখ ইমরান, সহকারী পুলিশ সুপার রিপন চন্দ্র সরকার, সদর থানার ওসি ইলিয়াস হোসেন পিপিএম, লোহাগড়া থানার ওসি সৈয়দ আশিকুর রহমান, কালিয়া থানার ওসি রফিকুল ইসলাম, নড়গাতি থানার পরিদর্শক (তদন্ত) প্রবীর কুমার বিশ্বাস, ট্রাফিক ইন্সপেক্টর মনিরুজ্জামানসহ পুলিশ কর্মকর্তারা। জেলা পুলিশের আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়।

এ সময় বক্তব্য রাখেন জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি অশোক কুন্ডু, সহসভাপতি মলয় কুমার কুন্ডু, সহসাংগঠনিক সম্পাদক আশুতোষ বিশ্বাস, সদর উপজেলার সভাপতি অমিত সাহা রাজা, সাধারণ সম্পাদক নিখিল কুমার সরকার, যুগ্মসাধারণ সম্পাদক সুমন দাস, কালিয়া উপজেলার সভাপতি অশোক কুমার ঘোষ, সাধারণ সম্পাদক তাপস বিশ্বাস, লোহাগড়া উপজেলার সহসভাপতি গৌতম দেওয়ানসহ অনেকে।

জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি অশোক কুন্ডুসহ নেতৃবৃন্দ জানান, এ বছর নড়াইল জেলায় ৫৪৪টি মন্ডপে দুর্গাপূজা অনুষ্ঠিত হবে। এ লক্ষ্যে প্রস্তুতি চলছে। প্রতিমাগুলোতে রঙের কাজ শেষ পর্যায়ে। আগামি ২২ অক্টোবর ষষ্ঠীপূজার মধ্য দিয়ে আনুষ্ঠনিকতা শুরু হবে। এবার করোনা ভাইরাসের কারণে স্বাস্থ্যবিধি মেনে লোক সমাগম এড়িয়ে পূজা অনুষ্ঠিত হবে। পূজাস্থলে কোনো প্রকার মেলা, অস্থায়ী দোকান, ডিজে গান-বাজনা, উচ্চশব্দে বক্স (সাউন্ড) বাজানো, যাত্রাপালাসহ বাড়তি আনন্দ-উৎসব করা যাবে না। শুধুমাত্র ধর্মীয় রীতি-নীতি মেনে পূজা-অর্চনা করতে সবাইকে আগে থেকেই সর্তক করা হয়েছে। এ ব্যাপারে ফেসবুক, মাইকিংসহ বিভিন্ন ভাবে প্রচার-প্রচারণা করা হচ্ছে।

এ ব্যাপারে লোহাগড়া উপজেলার লক্ষীপাশা শ্রী শ্রী সিদ্ধেশ্বরী কালিমাতা দুর্গামন্দিরের সভাপতি সিনিয়র সাংবাদিক রূপক মুখার্জি বলেন, করোনাকালে এবার শারদীয় দুর্গাপূজায় সনাতন ধর্মালম্বীরা স্বাস্থ্যবিধি মেনে পূজা-অর্চনা করবেন। এ ব্যাপারে শহর-বন্দরসহ গ্রামাগঞ্জের পূজামন্ডপগুলোর নেতৃবৃন্দকে বিশেষ ভাবে অনুরোধ করা হয়েছে। আশা করছি সবাই এসব নিয়ম-কানুন মেনে চলবেন। নিজে সচেতন হবেন, অন্যকেও সচেতন করবেন।

পুলিশ সুপার মোহাম্মদ জসিম উদ্দিন পিপিএম (বার) বলেন, সুষ্ঠু-সুন্দর ভাবে দুর্গাপূজা উদযাপনের লক্ষ্যে আমাদের পক্ষ থেকে সব ধরণের প্রস্তুতি নেয়া হয়েছে। পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দের সহযোগিতায় নড়াইলে সুষ্ঠু ভাবে পূজা অনুষ্ঠিত হবে বলে আশাবাদী। এখানে বিগত বছরগুলোতেও দুর্গাপূজাসহ বিভিন্ন ধর্মীয় উৎসব সুষ্ঠু-সুন্দর ভাবে অনুষ্ঠিত হয়েছে। এবার ইউনিয়নভিত্তিক বিটপুলিশিং ব্যবস্থা চালু হওয়ায় পুলিশের সেবা জনগণের দৌঁড়গড়ায় পৌঁছে গেছে। শারদীয় দুর্গাপূজায় বিটপুলিশিংয়ের সেবা আপনারাও কাছ থেকে পাবেন। দুর্গাপূজায় আইন-শৃঙ্খলারক্ষায় আগে বিটপুলিশের সহযোগিতা নিতে হবে। তাহলে কাছকাছি থেকে তারা সেবা দিতে পারবে।

আরকে//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি