ঢাকা, বৃহস্পতিবার   ২৬ ডিসেম্বর ২০২৪

বঙ্গবন্ধুকে অবমাননার প্রতিবাদে মশাল মিছিল

নোয়াখালী প্রতিনিধি

প্রকাশিত : ২১:২৪, ১৫ অক্টোবর ২০২০

বঙ্গবন্ধুকে অবমাননার প্রতিবাদে মানববন্ধন, প্রতিবাদ ও মশাল মিছিল করেছে মুক্তিযুদ্ধ মঞ্চ নোয়াখালী জেলা শাখা। বৃহস্পতিবার (১৫ অক্টোবর) সন্ধ্যায় জেলা শহর মাইজদীর টাউন হল মোড়ে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। পরে মশাল মিছিল নিয়ে প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে মুক্তিযুদ্ধ স্মৃতিস্তম্ভ পাদদেশে সমবেত হয়। 

এ সময় বক্তারা জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবি বিকৃত করে বঙ্গবন্ধুর ছবির স্থলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিতর্কিত সাবেক ভিপি নুরুল হক নুরের ছবি বসানো এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে তার অনুসারী কতৃক অবমাননার প্রতিবাদ জানান। এসময় তারা নুর ও তার সহযোগিদের গ্রেপ্তার ও শাস্তির দাবি জানান।
 
এতে বক্তব্য রাখেন- মুক্তিযুদ্ধ মঞ্চ কেন্দ্রীয় কমিটির সহ সভাপতি জুয়েল রানা, নোয়াখালী জেলা শাখার সভাপতি সাকিবুল ইসলাম, সহ সভাপতি আরিফ চৌধুরী, মোজাম্মেল হোসেনসহ অন্যান্য নেতৃবৃন্দ। 

এনএস/


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি