ঢাকা, শনিবার   ২১ ডিসেম্বর ২০২৪

ব্রাহ্মণবাড়িয়ায় সেরা ছাদ বাগান বিলাসী সম্মাননা 

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

প্রকাশিত : ১৫:৩৭, ১৬ অক্টোবর ২০২০

“লাগাই বৃক্ষ, তাড়াই দুঃখ-বাঁচাই দেশ, বাঁচাই পরিবেশ” এই শ্লোগানকে সামনে রেখে ব্রাহ্মণবাড়িয়ায় সেরা ছাদ বাগান বিলাসী সম্মাননা প্রদান ও বিনামূল্যে গাছ বিতরণ অনুষ্ঠিত হয়েছে। আজ শুক্রবার সকালে স্থানীয় শিল্পকলা একাডেমী মিলনায়তনে বাগান বিলাসী ব্রাহ্মণবাড়িয়ার ৪র্থ ইভেন্ট বর্ষপূর্তি উপলক্ষে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।

এতে প্রধান অতিথি ছিলেন জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আল মামুন সরকার। সংগঠনের উপদেষ্টা মো. মনির হোসেনের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন ব্রাহ্মণবাড়িয়া প্রেস ক্লাবের সভাপতি রিয়াজউদ্দিন জামি, সাধারণ সম্পাদক জাবেদ রহিম বিজন, সাবেক সাধারণ সম্পাদক দীপক চৌধুরী বাপ্পি, সাংবাদিক বিশ্বজিৎপাল বাবু প্রমূখ।

সভায় বক্তারা, পরিবেশের ভারসাম্য রক্ষায় বাড়ির আঙ্গিনায় বৃক্ষরোপণের পাশাপাশি প্রতিটি বাড়ির ছাদে বাগান গড়ে তুলতে আহ্বান জানান। পরে অতিথিবৃন্দ সেরা ছাদ বাগানি এবং বাগান প্রেমীদের মাঝে সম্মাননা পুরস্কার বিতরণ করেন।

আরকে// 


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি