ঢাকা, শুক্রবার   ০৪ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

খুলনায় ১৩৬টি মন্ডপে হবে শারদীয় দুর্গোৎসব

খুলনা প্রতিনিধি 

প্রকাশিত : ১৫:৫৭, ১৬ অক্টোবর ২০২০

Ekushey Television Ltd.

আগামী ২১ অক্টোবর মহাপঞ্চমী শুরু হবে দুর্গোৎসব। উৎসবকে ঘিরে খুলনায় সাজসজ্জার কাজ চলছে ১৩৬টি মন্ডপে। এরই মধ্যে শেষ হয়েছে মাটির কাজ। এখন রঙ-তুলিতে প্রতিমা সাজাচ্ছেন শিল্পীরা। এবার বিভাগীয় এ জেলায় দুর্গোৎসব উদযাপন হবে সীমিত আকারে। পূজা-অর্চনাসহ অন্যান্য আনুষ্ঠানিকতা হবে মন্দির প্রাঙ্গণে। তাই আয়োজন সীমিত।  

এবার খুলনার ৯ উপজেলায় ৮৪২টি মন্ডপে দুর্গাপূজা অনুষ্ঠিত হবে। তবে থাকছে না আলোকসজ্জা, মেলা, আরতি প্রতিযোগিতা। স্বাস্থ্যবিধি মেনে মন্দির প্রাঙ্গণে পালন হবে পূজার আচার-অনুষ্ঠান। 

বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের খুলনা মহানগর সাধারণ সম্পাদক প্রশান্ত কুন্ডু বলেন, ‘করোনার কারণে অন্যান্যবারের মতো এবারের পূজা আমরা পালন করতে পারবো না। কারণ সবাই ঝুঁকির মধ্যে। আমরা চাই না কোন দর্শনার্থী এখানে এসে তার পরিবারকে আক্রান্ত করুক।’

প্রতিমা শিল্পীরা জানান, ‘অন্যান্যবারের চেয়ে এবারে কাজ কাম কিছুটা কম। পূজা যেহতু স্বল্প পরিসরে হচ্ছে, বাজেটও কম। তাই অনেকটা ধীরে স্বস্তিতে কাজ চলছে।’ 

জেলা প্রশাসক মোহাম্মদ হেলাল হোসেন জানিয়েছেন, ‘স্বাস্থ্যবিধি মেনে যাতে দুর্গোৎসব পালিত হয়, সে জন্য সার্বিক প্রস্তুতি নেয়া হয়েছে। ’

পূজা উপলক্ষ্যে বাড়তি নিরাপত্তা উদ্যোগ নেয়া হয়েছে জানিয়ে খুলনা পুলিশ সুপার এস এম শফিউল্লাহ জানান, ‘পূজা চলাকালীন নিরাপত্তা নিশ্চিতে মোবাইল ডিউটি, স্ট্রাইকিং ফোর্স জোরদার থাকবে।’

 
এআই//এমবি

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি