ঢাকা, রবিবার   ২২ ডিসেম্বর ২০২৪

ঠাকুরগাঁওয়ে করোনায় বৃদ্ধার মৃত্যু  

ঠাকুরগাঁও প্রতিনিধি

প্রকাশিত : ১৯:১৫, ১৬ অক্টোবর ২০২০

ঠাকুরগাঁওয়ে করোনা আক্রান্ত হয়ে এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার রাতে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ওই নারী মারা যান। এনিয়ে জেলায় এই পর্যন্ত ২২ জন মারা গেছেন।

বিষয়টি নিশ্চিত করে সিভিল সার্জন ডা. মাহফুজার রহমান সরকার জানান, জেলায় নতুন দু'জন করোনা সংক্রমিত রোগী শনাক্ত হয়েছেন। তারা দু'জনে সদর উপজেলার বাসিন্দা। পূর্বের রিপোর্টসহ ঠাকুরগাঁও জেলায় এপর্যন্ত সর্বমোট করোনা সংক্রমিত রোগীর সংখ্যা ১,১৮১ জন। এরই মধ্যে ৮৯৮ জন সুস্থ হয়ে ছাড়পত্র পেয়েছেন।
কেআই//


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি