ঢাকা, বুধবার   ২২ জানুয়ারি ২০২৫

ধামইরহাটে শিশুর আত্মহত্যা!

নওগাঁ প্রতিনিধি

প্রকাশিত : ২১:৩৮, ১৬ অক্টোবর ২০২০

নওগাঁর ধামইরহাট উপজেলার জাহানপুর ইউনিয়নের কোকিলমন্টুপাড়া গ্রামে এক শিক্ষার্থী আত্মহত্যা করেছে। শুক্রবার দুপুরে রহিমা খাতুন (৯) নামে তৃতীয় ওই  শ্রেণির শিক্ষার্থী আত্মহত্যা করে। মৃত. রহিমা ওই গ্রামের ওবায়দুল ইসলামের মেয়ে। মৃত পশ্চিম নানাইচ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির ছাত্রী।

এঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল গিয়ে লাশ উদ্বার করে মর্গে প্রেরণ করেছে। তবে ওই শিশু কী কারণে আত্মহত্যা করেছে তা জানা যায়নি।
 
ধামইরহাট থানার অফিসার ইনচার্জ মো. আব্দুল মমিন বলেন, তার বাবা চাকরির সুবাধে ঢাকায় থাকেন। ওইদিন দুপুর ১২টার দিকে প্রতিবেশি ফারুক হোসেনের আমগাছে গলায় ফাঁস দিয়ে সে আত্মহত্যা করে। পরে ঝুলন্ত লাশ দেখতে পেয়ে গ্রামবাসী পুলিশে খবর দেয়। পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে। 

ওসি বলেন, আত্মহত্যার প্রকৃত কারণ জানা যায়নি। তবে গ্রামের লোকের ধারণা মায়ের উপর অভিমান করে শিশুটি আত্মহত্যা করে থাকতে পারে। এঘটনায় থানায় একটি মামলা দাযের করা হয়েছে।
কেআই//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি