ঢাকা, বৃহস্পতিবার   ০৩ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

ঠাকুরগাঁওয়ে মোটরবাইকের ধাক্কায় কৃষকের মৃত্যু

ঠাকুরগাঁও প্রতিনিধি

প্রকাশিত : ২১:৪৮, ১৬ অক্টোবর ২০২০ | আপডেট: ২১:৪৮, ১৬ অক্টোবর ২০২০

Ekushey Television Ltd.

ঠাকুরগাঁও সদর উপজেলার পস্তমপুর বিমান বন্দর এলাকায় শুক্রবার দুপুরে বেপরোয়া এক মোটরসাইকেলের ধাক্কায় নূর মোহাম্মদ (৪৫) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে।

নিহত নূর মোহাম্মদের ছেলে জানান, খালার বাড়িতে যাওয়ার জন্য বিমানবন্দর এলাকায় আমাদের দুই ভাই বোনকে অটোচার্জার রিস্কায় তুলে দিচ্ছিলেন। এসময় হিজরা সমিতির সভাপতি রুবি আক্তার (রুবেল) দ্রুত গতীতে বাবার উপরে মোটরসাইকেল তুলে দেয়। এতে গুরুতরভাবে আহত হলে স্থানীয়দের সহায়তায় বাবাকে উদ্ধার করে প্রথমে ঠাকুরগাঁও সদর আধুনিক হাসাতালে ও পরে দিনাজপুর আব্দুর রহিম মেডিকেল কলেজে নিয়ে গেলে সেখানে তাঁর মৃত্যু হয়। 

স্থানীয়রা জানান, ঠাকুরগাঁওয়ে হিজরাদের সরদার রুবেল নিজেকে খুব প্রভাবশালী মনে করে। প্রকাশ্যে মদ্যপান করে এ্যাপাচি আরটি মোটরসাইকেল নিয়ে যখন তখন যেখানে সেখানে দাপটে চলাফেরা করলেও প্রশাসনও তার বিরুদ্ধে কোন ব্যবস্থা নিতে পারে না। 
      
ঘটনার সত্যতা নিশ্চিত করে ঠাকুরগাঁও সদর থানার ওসি তানভীরুল ইসলাম বলেন, নিহতের পরিবার থেকে লিখিত অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা করা গ্রহণ হবে।

আরকে//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি