ঢাকা, বৃহস্পতিবার   ০৫ ডিসেম্বর ২০২৪

মা ইলিশ শিকার, ২৪ জেলেকে এক বছর কারাদণ্ড

সিরাজগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত : ১৩:২৭, ১৭ অক্টোবর ২০২০

সিরাজগঞ্জের চৌহালীতে যমুনায় নিষেধাজ্ঞা অমান্য করে মা ইলিশ নিধনকারী ২৪ জেলেকে মৎস্য সংরক্ষণ আইনের ১৯৫০ এর ৫ (ক) ধারায় ১ বছরের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। 

শুক্রবার (১৬ অক্টোবর) রাতভর এ অভিযান পরিচালনা করে আজ শনিবার সকালে উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোছা. আফসানা ইয়াসমিন এ রায় প্রদান করেন। 

দণ্ডপ্রাপ্তরা হলেন, উমারপুর ইউনিয়নের শৈলজানা গ্রামের মো. বাদশা (৪২), আব্দুল মতিন (৫৫), মাঈন উদ্দিন (৩০), দত্তকান্দি গ্রামের  শাহাদাত হোসেন (৪০), হাসান আলী (২০), আলম হোসেন (২৫), আব্দুস ছালাম (২৪),  রুবেল হোসেন (২৮) লাল চান (২৭), হাসান আলী (২১), বাঘুটিয়া ইউনিয়নের চরসলিমাবাদ গ্রামের বাবুল মিয়া (৫০), মোখলেছুর রহমান (৪০), সোনামিয়া (৫০), আলমগীর হোসেন (৩৬), চরবিনানুই গ্রামের ইসমাইল হোসেন (২২), শাহ আলম (২০), দেলোয়ার হোসেন সাইদী (২২), ঘুশুরিয়া গ্রামের নাছির (১৮), হিজুলিয়া গ্রামের ইসমাইল হোসেন (২২), চৌবাড়ীয়া গ্রামের মোয়াজ্জেম আলী (৪২), সেরাজুল ইসলাম (৪০), খাষপুখুরিয়া ইউনিয়নের খাষপুখুরিয়া গ্রামের আমিরুল ইসলাম (২৮), আব্দুল মালেক (৫০) ও খাষকাউলিয়া ইউনিয়নের কুরকী জোতপাড়া গ্রামের শফিকুল ইসলাম (৩০)। পরে তাদের জেল হাজতে পাঠানো হয়।

অভিযানে জব্দকৃত ১২ হাজার মিটার কারেন্ট জাল পুড়িয়ে দেয়ার পাশাপাশি উদ্ধারকৃত ১০ কেজি মাছ খাষকাউলিয়া খারিজিয়া সিদ্দিকীয়া এতিম খানায় বিতরণ করা হয়। এ সময় উপজেলা মৎস্য কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মাসুম বিল্লাহ উপস্থিত ছিলেন।

এআই//এমবি


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি