ঢাকা, বুধবার   ২২ জানুয়ারি ২০২৫

বাগেরহাটে গাজাসহ মাদক ব্যবসায়ী আটক

বাগেরহাট প্রতিনিধি

প্রকাশিত : ১৭:০৬, ১৭ অক্টোবর ২০২০

বাগেরহাটের মোংলায় সাড়ে ৯‘শ গ্রাম গাজাসহ মো. শামিম (২৯) নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে বাংলাদেশ কোস্টগার্ড পশ্চিম জোন মোংলা। 

শুক্রবার (১৬ অক্টোবর) রাতে মোংলা উপজেলার জয়মনি খাল সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে শামীমকে আটক করে কোস্টগার্ড সদস্যরা। 

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের পূর্বক শামীমকে মোংলা থানায় হস্তান্তর করা হয়েছে। আটক শামীম জয়মনি এলাকার আনোয়ার সাব্বিরের ছেলে।

শনিবার (১৭ অক্টোবর) দুপুরে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বাংলাদেশ কোস্ট গার্ড পশ্চিম জোনের গোয়েন্দা কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার ইমতিয়াজ আলম এসব তথ্য জানান।

গোয়েন্দা কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার ইমতিয়াজ আলম বলেন, গোপন সংবাদের ভিত্তিতে ওই এলাকায় অভিযান চালিয়ে এক মাদক ব্যবসায়ীকে গাজাসহ আটক করা হয়েছে। আমরা জানতে পেরেছি তিনি দীর্ঘদিন ওই এলাকায় গাজার ব্যবসা করে আসছিলেন। মামলা দায়ের পূর্বক তাকে মোংলা আদালতে সোপর্দ করা হয়েছে।
কেআই//
 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি