ঢাকা, সোমবার   ২৩ ডিসেম্বর ২০২৪

আখাউড়ায় কুকুরের কামড়ে নারী-শিশুসহ আহত ১২

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

প্রকাশিত : ১৯:১৭, ১৭ অক্টোবর ২০২০

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় ‘পাগলা’কুকুরের কামড়ে নারী শিশুসহ অন্তত ১২ জন আহত হয়েছেন। শনিবার উপজেলার মোগড়া ইউনিয়নের বিভিন্ন গ্রামে গিয়ে এই কুকুরটি সবাইকে কামড়ায়।

আহতদের মধ্যে কয়েজনকে ব্রাহ্মণবাড়িয়া জেলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে বলে জানিয়েছেন উপজেলার হাসপাতাল সংশ্লিষ্টরা।

প্রত্যক্ষদর্শীরা জানান,‘পাগলা’কুকুরটি প্রথমে তামিম নামে একটি ছেলেকে কামড় দেয়। এরপর কুকুরটি একটি ঘোড়াকে কামড় দেয়। পরে ঘোড়ার লাথি খেয়ে ওই কুকুর একে একে অন্তত ১২ জনকে কামড়ে আহত করে। 

আখাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আরএমও শ্যামল কুমার ভৌমিক জানান, হাসপাতালে ১২ জনের মতো এসে চিকিৎসা নেন। গুরুতর আহতদের ব্রাহ্মণবাড়িয়া জেলা সদর হাসপাতালে চিকিৎসা নিতে পাঠানো হয়েছে।
কেআই//


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি